সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা /

শিশুদের জন্য বিপজ্জনক ভারতীয় কফ সিরাপ

আন্তর্জাতিক ডেস্ক
১৪ অক্টোবর ২০২৫, ১১:৩১
শেয়ার :
শিশুদের জন্য বিপজ্জনক ভারতীয় কফ সিরাপ

ভারতের তিনটি কফ সিরাপ নিয়ে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। কফ সিরাপগুলো তৈরি করা হয় ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য।

সংস্থাটি জানিয়েছে, শিশুদের জন্য এ ওষুধগুলোর বিষয়ে সতর্ক থাকা জরুরি।

কফ সিরাপগুলো হলো- ভারতীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান শ্রেসান ফার্মাসিউটিক্যালের তৈরি ‘কোল্ডরিফ’, রেডনেক্স ফার্মাসিউটিক্যালের তৈরি ‘রেসপিফরেশ টিআর’ এবং শেপ ফার্মার তৈরি ‘রিলাইফ’।

ডাব্লিউএইচও আরও বলেছে, দূষিত ওষুধের ব্যবহার মানসিক ও শারীরিক ক্ষতি করতে পারে। তাই দেশগুলোর স্বাস্থ্য কর্তৃপক্ষকে জনসচেতনতা বৃদ্ধি ও বিক্রয় স্থানে নজরদারি বাড়ানোর জন্য তৎপর হতে হবে।

সংস্থাটি জানিয়েছে যে, দূষিত পণ্যগুলি উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করে এবং গুরুতর, সম্ভাব্য জীবন-হুমকিস্বরূপ অসুস্থতার কারণ হতে পারে।

সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানিয়েছে যে- সিরাপগুলি পাঁচ বছরের কম বয়সী শিশুরা খেয়েছিল বলে জানা গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, কাশির ওষুধগুলোতে বিষাক্ত ডাইথিলিন গ্লাইকলের পরিমাণ অনুমোদিত সীমার প্রায় ৫০০ গুণ বেশি ছিল।

এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন নিশ্চিত করেছে যে এই বিষাক্ত কাশির সিরাপগুলি যুক্তরাষ্ট্রে পাঠানো হয়নি।