রজতজয়ন্তীতে ‘বৃত্তের বাইরে’
বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতির নিবেদিত কর্মী অধ্যাপক হারুন চৌধুরীকে ভালোবেসে বিয়ে করেছিলেন লাবনী। ড. হারুন চৌধুরী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। পৌলমী তাদের একমাত্র সন্তান। সংসার, স্বামী এবং পৌলমীর বাইরে লাবনীর নিজস্ব পৃথিবীটা সমৃদ্ধ ছিল মানুষের প্রতি ভালোবাসায়, সমাজের কাছে দায়বদ্ধতা আর সৃষ্টিশীল পরিশীলিত ভাবনা নিয়ে। লাবনী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় গান গেয়ে সুনাম কুড়ালেও এখন আর গান করেন না। স্বামীর সৃষ্টিশীলতা লাবনীকে মুগ্ধ করে। স্বামীর অসাম্প্রদায়িক মানসিকতা, মুক্ত চিন্তা, সমাজ বদলের ভাবনা লাবনীকে মুগ্ধ করে।
তবে সময়ের সঙ্গে সঙ্গে স্বামীর হঠাৎ বদলে যাওয়া দেখে লাবনী অবাক হন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে লাবনী যখন যুদ্ধবিরোধী মিছিলে যেতে চান, তখন তার স্বামী বাধা হয়ে দাঁড়ান। লাবনী বুঝতে পারেন ড. হারুন চৌধুরী তার আদর্শ ও মূল্যবোধকে পাল্টে এখন নিজেকে সুবিধাবাদী খোলসের ভেতর ঢুকিয়ে নিয়েছেন। লাবনী কি মিছিলে যেতে পারবেন? লাবনী কি বৃত্তের খোলস ভেঙে নিজের অধিকার আদায় করে নিতে পারবেন? এভাবে এগিয়ে যায় নাটক ‘বৃত্তের বাইরে’।
নাট্যদল গণায়নের রজতজয়ন্তী উপলক্ষে আগামী ১৫ অক্টোবর সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হবে কথাসুন্দর নাট্যদলের নাটক ‘বৃত্তের বাইরে’। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক কুন্তল বড়ুয়া এ নাটকের নির্দেশনা দিয়েছেন।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তিনি জানান, নাটকের কাহিনি আবর্তিত হয়েছে সন্তোষ চক্রবর্তীর ‘ঠিকানা’ নাটক অবলম্বনে।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন কঙ্কণ দাশ, সুচরিত চৌধুরী টিংকু, হিমাদ্রী শেখর রায়, সাথী চক্রবর্তী, ময়ূরাক্ষী দাশ গুপ্ত, অর্পিতা ভট্টাচার্য্য, ইয়াকিন হায়দার,বাপি হায়দার, আতেরা নাবিলা শেমন্তী।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট