শীত পড়তে শুরু করেছে উত্তরের তেঁতুলিয়ায়
হিমকন্যা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কমতে শুরু করেছে তাপমাত্রা। এতে করে হেমন্তের কুয়াশাঝরা ভোরে সবুজ ঘাসের ডগায় চিকচিক করতে দেখা যায় হিমেল শুভ্র শিশির। শিরশির করে অনুভূত হচ্ছে শীতের পরশ। ধীরে ধীরে তাপমাত্রা নেমে আসায় বাড়তে শুরু করেছে শীত।
আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে রেকর্ড হয়েছে ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল একই সময়ে রেকর্ড হয়েছিল ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। দিনদিন নিম্নমুখী তাপমাত্রায় পঞ্চগড়ে শীত পড়তে শুরু করেছে জানিয়েছে প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয়।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ভোর-সকালে দেখা মিলছে কুয়াশা ঢাকা প্রকৃতির। শহর ও গ্রামীণ জনপদে বিভিন্ন যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়। তবে, দিনের তাপমাত্রায় গরম অনুভূত হলেও রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে শীতল হয়ে ওঠে পরিবেশ। এমন পরিস্থিতিতে স্থানীয়রা ইতোমধ্যেই পাতলা কাঁথা বা কম্বল গায়ে নিতে শুরু করেছেন।
কামাল হোসেন, রাজু ও গৃহিনী জান্নাত আক্তারসহ কয়েক স্থানীয়রা জানান, ভোরে বেশ কুয়াশা পড়তে দেখা গেছে। আশ্বিন মাস বিদায়ের পথে। কার্তিক পড়তেই শুরু করে শীতের আমেজ। এখন আর রাতে ফ্যান চালানো যাচ্ছে না। রাতে কাথা/পাতলা কম্বল জড়াতে হচ্ছে শরীরে। ভোর পর্যন্ত শীত অনুভব হচ্ছে। তবে, ঘন কুয়াশা এবং তীব্র শীত আসতে দেরি আছে বলে জানান তারা।
এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, অক্টোবরের প্রথমার্ধেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু, অর্থাৎ বর্ষা বাংলাদেশ থেকে বিদায় নেবে। ফলে আবহাওয়ার ধরন বদলে গিয়ে ধীরে ধীরে শীত আসতে শুরু করবে। আগামী তিন মাসের জন্য দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী চলতি শীত মৌসুমে দেশে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
জানা যায়, ভৌগোলিক অবস্থানগত কারণে এলাকাটির নিকটস্থ পৃথিবীর দুই সুউচ্চ পর্বতমালা হিমালয়-কাঞ্চনজঙ্ঘা। বরফের পাহাড়ও বলা হয় এ পর্বতযুগলকে।এ কারণে পাহাড়ি হিমেল হাওয়ায় শীতকালে নেমে যায় তাপমাত্রার পারদ। ফলে এ অঞ্চলে গরমের তুলনায় শীতের আমেজ বেশি থাকে। দেশের অন্যান্য অঞ্চল থেকে এ অঞ্চলে শীতও পড়ে আগে।
জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, এ অঞ্চল শীতের জেলা হিসেবে পরিচিত। কয়েকদিন ধরেই ২৩ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড হচ্ছে। মঙ্গলবার সকাল ৯টায় রেকর্ড হয়েছে ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬ টায় ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে থাকবে বলে জানান এ কর্মকর্তা।