তালেবান মন্ত্রীর সঙ্গে ভারতীয় নারী সাংবাদিকদের ছবি ভাইরাল
প্রায়ই বলা হয় ‘একটি ছবি হাজার কথার সমান’। ভারতের পত্রিকাগুলোতে সোমবার সকালে প্রকাশিত একটি ছবি তারই উদাহরণ। যেখানে দেখা যাচ্ছে, আফগান তালেবানের পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলনে সামনের সারিতে বসে আছেন নারী সাংবাদিকরা।
বিবিসি সূত্রে জানা গেছে, দিল্লিতে আফগান দূতাবাসে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনটি ছিল আমির খান মুত্তাকির দ্বিতীয় ব্রিফিং। শুক্রবারের প্রথম বৈঠক থেকে নারী সাংবাদিকদের বাদ দেওয়াকে ঘিরে ব্যাপক সমালোচনার পরই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
রবিবারের সংবাদ সম্মেলনে মুত্তাকি বলেন, ‘নারী সাংবাদিকদের বাদ দেওয়া ছিল “অনিচ্ছাকৃত”, কোনোভাবেই “ইচ্ছাকৃত” নয়।’
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
তিনি বলেন, ‘শুক্রবারের সংবাদ সম্মেলনটি হঠাৎ আয়োজন করা হয়েছিল এবং অল্প সময়ের মধ্যে সাংবাদিকদের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়েছিল। অংশগ্রহণের সেই তালিকাটি ছিল খুবই নির্দিষ্ট।’
তিনি আরও বলেন, ‘এটি আসলে একটি কারিগরি বিষয় ছিল... আমাদের সহকর্মীরা কেবল নির্দিষ্ট কয়েকজন সাংবাদিককে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য ছিল না।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
জাতিসংঘ আফগানিস্তানের পরিস্থিতিকে ‘লিঙ্গভিত্তিক বর্ণবৈষম্য’ হিসেবে বর্ণনা করেছে। দেশটিতে নারী ও মেয়েদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা গ্রহণে নিষেধাজ্ঞা রয়েছে; তারা পার্ক বা জিমেও যেতে পারেন না। তাদের কর্মক্ষেত্রের সুযোগও দিন দিন সীমিত হয়ে পড়ছে, আর তালেবান সরকার নারীদের সম্পূর্ণ শরীর ঢেকে রাখার পোশাক ও ভ্রমণ নিয়ন্ত্রণ কঠোরভাবে আরোপ করছে।
২০২১ সালে পুনরায় ক্ষমতায় আসার পর তালেবান সরকার বারবার দাবি করেছে যে তারা নারীদের অধিকারকে সম্মান করে-তবে তা আফগান সংস্কৃতি ও ইসলামি শরিয়াহর তাদের ব্যাখ্যা অনুযায়ী।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
কিন্তু পশ্চিমা কূটনীতিকরা জানিয়েছেন, নারীদের ওপর এই কঠোর নিষেধাজ্ঞাগুলোই আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পথে তালেবানের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।