নারীশক্তিতে ভোটারের কাছে পৌঁছবে ধানের শীষের বার্তা

নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর ২০২৫, ০৭:৫৩
শেয়ার :
নারীশক্তিতে ভোটারের কাছে পৌঁছবে ধানের শীষের বার্তা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টিতে মাঠে নামছে বিএনপি। আজ মঙ্গলবার বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা জেলা ও মহানগরের দল সমর্থিত বর্তমান ও সাবেক নারী জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়সভার মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হচ্ছে। দলের সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদক এবং জেলা ও মহানগরের শীর্ষ নেতা এবং দল সমর্থিত প্রার্থীদের সহযোগিতায় জেলা-মহানগর থেকে শুরু করে আসনভিত্তিক এ কর্মসূচি ভোটের দিন পর্যন্ত চলবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী, নারী ও শিশু অধিকার ফোরাম এই কর্মসূচির আয়োজন করছে। এর নেতৃত্ব দিচ্ছেন ফোরামের আহ্বায়ক ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এবং সদস্য সচিব ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। জানতে চাইলে সেলিমা রহমান বলেন, জাতীয় নির্বাচন কেন্দ্র করে সাবেক নারী জনপ্রতিনিধিদের নিয়ে আমরা সভা করব। সেখানে কিছু দিকনির্দেশনা বা পরামর্শ দেওয়া হবে, যা তারা মাঠপর্যায়ে বাস্তবায়ন করবেন।

খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা আমাদের সময়কে জানান, আজ মঙ্গলবার খুলনা প্রেসক্লাবে সাবেক ও বর্তমান নারী জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ সভায় নারী ও শিশু অধিকার ফোরামের দুই শীর্ষ নেতা অংশ নেবেন।

দলের নেতারা জানান, এ মুহূর্তে জনপ্রিয়তার দিক দিয়ে বিএনপির ধারে কাছে নেই অন্য কোনো রাজনৈতিক দল। এ কারণে বিএনপি ও তার জনপ্রিয় নেতাদের ঘায়েল করতে নানাবিধ ষড়যন্ত্র ও অপপ্রচার চালানো হচ্ছে। এ ক্ষেত্রে ধর্মকে ব্যবহার করে তৈরি করা হচ্ছে বিভ্রান্তিও। এসবের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের কাজে লাগানোর সিদ্ধান্ত নেন দলের শীর্ষ নেতা।

দলীয় সূত্রে জানা যায়, পূর্বঘোষণা অনুযায়ী খুলনা বিভাগে তিনটি মতবিনিময়সভা হবে। এর মধ্যে আজ মঙ্গলবার প্রথম দিনে বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা জেলা ও মহানগরের দল সমর্থিত জনপ্রতিধিদের নিয়ে সভা অনুষ্ঠিত হবে। এরপর যশোর, মাগুরা, নড়াইল ও ঝিনাইদহের জনপ্রতিধিদের নিয়ে আগামীকাল বুধবার

যশোরে এবং কুষ্টিয়া, মেহেরপুর ও চূয়াডাঙ্গা জনপ্রতিনিধিদের নিয়ে কুষ্টিয়ায় ১৬ অক্টোবর মতবিনিময়সভা হবে। একইভাবে পর্যায়ক্রমে অন্যান্য বিভাগে এই মতবিনিময়সভা হবে। মতবিনিময় শেষে নারী জনপ্রতিনিধিরা দলের বার্তা নিয়ে আসনভিত্তিক ধানের শীষের পক্ষে ছড়িয়ে পড়বেন।

জানতে চাইলে নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী জানান, দলীয় সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর, সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী সদস্যদের পাশাপাশি নির্বাচিত নারী ইউপি চেয়ারম্যান, মেম্বার ও ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে প্রথমে জেলাভিত্তিক মতবিনিময় করা হবে। এরপর সাবেক নারী জনপ্রতিনিধিরা আসনভিত্তিক এলাকাগুলোতে ছড়িয়ে পড়বেন। এর মাধ্যমে নারীর ক্ষমতায়ন ও সচেতনতা বৃদ্ধি, রাষ্ট্র সংস্কারের ৩১ দফা, বিগত বিএনপি সরকারের আমলে নানা যুগান্তকারী পদক্ষেপ ‘ডোর টু ডোর’ গিয়ে নারীদের কাছে তুলে ধরা হবে। তিনি আরও বলেন, আমরা যদি সত্যটা সঠিকভাবে মানুষের কাছে তুলে ধরতে পারি, তাহলে

যারা নানাভাবে বিএনপি ও আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে ঘায়েল করতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্য ব্যর্থ হবে। আর ষড়যন্ত্রকারীরা জনগণের কাছে প্রত্যাখ্যাত হবে।

সূত্রমতে, গত ২২ সেপ্টেম্বর এ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভার্চুয়ালি নারী ও শিশু অধিকার ফোরামের শীর্ষ দুই নেতা সেলিমা রহমান ও নিপুণ রায় চৌধুরীর সঙ্গে আলোচনা করে। পরে সংগঠনটির শীর্ষ এই দুই নেতাকে এ দায়িত্ব দেন। পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় দপ্তরকে সারাদেশের নির্বাচিত সাবেক ও বর্তমান নারী জনপ্রতিনিধির নাম-ঠিকানা সংগ্রহ করতে বলা হয়। কেন্দ্রীয় দপ্তর বিভাগীয় সাংগঠনিক টিমের মাধ্যমে সেই তালিকা সংগ্রহ করে ইতোমধ্যে দায়িত্বপ্রাপ্ত দুই নেত্রীর কাছে দিয়েছেন।

২০১৯ সালের আগস্টে দেশের নারী ও শিশুদের অধিকার রক্ষায় ভূমিকা পালনের লক্ষ্য নিয়ে ‘নারী ও শিশু অধিকার ফোরাম’ গঠন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কমিটিতে চিকিৎসক, আইনজীবী, রাজনীতিবিদ, শিল্পী, ব্যবসায়ী নানা শ্রেণি-পেশার মানুষকে অন্তর্ভুক্ত করা হয়। গঠনের পর থেকে সংগঠনটি সারাদেশে নারী ও শিশুদের অধিকার সরব থাকতে দেখা গেছে।