আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৫, ২২:০৬
শেয়ার :
আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে অসিত সাহা (৪৪) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার দুপুরের দিকে রেলওয়ে স্টেশনের নিরালা গেস্ট হাউস থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অসীত মানিকগঞ্জ জেলার গদাধর পট্টি এলাকার অজিত সাহার ছেলে।

পুলিশ জানায়,সোমবার দুপুর ২টার টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন ওই নিরালা গেস্ট হাউস নামে আবাসিক হোটেলের কক্ষ থেকে অজিতের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় কর্মীরা। দ্রুত ঘটনাস্থলে টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) এহতেশাম উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ পুলিশ হেফাজতে নেয়।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু.ওহিদুজ্জামান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।