প্রযোজনা প্রতিষ্ঠান খুলছেন ফারিণ
এবার প্রযোজক হয়ে আসছেন তাসনিয়া ফারিণ। একটি প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করার আগ্রহের কথা জানিয়ে ফেসবুকে একটি ছবিসহ পোস্ট দেন অভিনেত্রী। সেখানে লিখেছেন, ‘আমি যদি প্রডাকশন হাউস খুলি, তাহলে সেটার নাম কী দেওয়া উচিত?’ মন্তব্যের ঘরে ভক্তরা বিভিন্ন নামের প্রস্তাব দেন। সেখানে উত্তরও দেন ফারিণ। লিখেছেন, ‘অনেক চমৎকার কিছু সাজেশন দিচ্ছেন আপনারা। ধন্যবাদ।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
ফারিণ জানান, প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করার পরিকল্পনা করছেন তিনি। শিগগির আনুষ্ঠানিকভাবে জানাবেন প্রতিষ্ঠানের নাম। ফারিণ বলেন, ‘আমি নিজের মতো কিছু কাজ করতে চাই। এ কারণেই প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করার পরিকল্পনা; যেখানে নিজের ভাবনাগুলো পর্দায় দেখাতে পারব।’ ফারিণ আরও জানান, এ বছরের শেষদিকে তার গাওয়া গানের ভিডিও প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান।
তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নাটক ও সিনেমা তৈরি হবে কিনা জানতে চাইলে ফারিণ বলেন, ‘এতদূর এখনও ভাবিনি। মিউজিক ভিডিও দিয়ে শুরু হচ্ছে। এরপর নতুন পরিকল্পনা করব। তবে এটুকু বলতে পারি, প্রতিষ্ঠান যেহেতু শুরু করছি, এখান থেকে নিয়মিত কাজ করার ইচ্ছা আছে।’
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল