বাটায় প্রথম নারী ও বাংলাদেশি এমডি নিয়োগ
বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন ফারিয়া ইয়াসমিন। আগামী ২০ নভেম্বর থেকে তার নিয়োগ কার্যকর হবে বলে জানিয়েছে বাটা। তিনি বাটার ইতিহাসে প্রথম নারী ও প্রথম বাংলাদেশি নাগরিক এ পদে নিয়োগ পেলেন।
এক বিবৃতিতে বাটা জানিয়েছে, ফারিয়া ইয়াসমিন ২০২৫ সালের অক্টোবর থেকে বাটা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি বর্তমান এমডি দেবব্রত মুখার্জির স্থলাভিষিক্ত হবেন।
ফারিয়া ইয়াসমিন বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিভিন্ন প্রতিষ্ঠানে ব্র্যান্ড মার্কেটিং, পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং ব্যবসা পরিচালনায় ২৩ বছরেরও বেশি সময় দ্বায়িত্ব পালন করেছেন। বাটায় যোগদানের আগে তিনি এসিআই পিএলসিতে চিফ বিজনেস অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি রেকিট বেনকিজার, মারিকো ও নেসলেতে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বাটা জানায়, বাটা সু চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে ৯ দশমিক ৬৪ কোটি টাকা লোকসান করেছে। ৩০ জুলাই প্রকাশিত কোম্পানির আর্থিক বিবরণী অনুযায়ী, ওই প্রান্তিকে প্রতি শেয়ারে লোকসান দাঁড়ায় ৭ দশমিক ০৫ টাকা। গত বছরের একই সময়ে কোম্পানি ১৮ দশমিক ৭৮ কোটি টাকা মুনাফা করেছিল এবং প্রতি শেয়ারে আয় ছিল ১৩ দশমিক ৭৩ টাকা।
২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে বাটার রাজস্ব ৪০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫৮ কোটি টাকা। বছরের প্রথম ছয় মাসে রাজস্ব ৫ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৫১৪ দশমিক ৬৬ কোটি টাকা। একই সময়ে নিট মুনাফা ২৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৭ দশমিক ১৮ কোটি টাকা এবং জুন ২০২৫ শেষে প্রতি শেয়ারে আয় দাঁড়িয়েছে ১৯ দশমিক ৮৭ টাকা।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
উল্লেখ্য, ১৯৬২ সালে বাটা বাংলাদেশে কার্যক্রম শুরু করে। বর্তমানে টঙ্গী ও ধামরাইয়ে কোম্পানিটির দুটি কারখানা রয়েছে বাটার।