ফিলিস্তিনের স্বীকৃতি চেয়ে ইসরায়েলের পার্লামেন্টে হট্টগোল

আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর ২০২৫, ১৯:৩৯
শেয়ার :
ফিলিস্তিনের স্বীকৃতি চেয়ে ইসরায়েলের পার্লামেন্টে হট্টগোল

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে আজ সোমবার বিকেলে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘণ্টাব্যাপী ওই ভাষণের বেশিরভাগ অংশই তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের গুণগান গেয়ে ব্যয় করেছেন। তবে ভাষণের সময় ফিলিস্তিনের স্বাধীনতা চেয়ে হট্টগোল করেছে একাধিক পার্লামেন্ট সদস্য।  

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় দেশটির কিছু সংসদ সদস্যের বাধার মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুরুতে তুমুল করতালির মধ্য দিয়ে ভাষণ শুরু করেন ট্রাম্প। কিন্তু ভাষণটি চলাকালে পার্লামেন্টের বিরোধীদলীয় কিছু সদস্য হট্টগোল বাঁধিয়ে ট্রাম্পকে থামিয়ে দেন।

এর মধ্যে একজন সংসদ সদস্যের হাতে ‘ফিলিস্তিনকে স্বীকৃতি দিন’ লেখা একটি কাগজও দেখা যায়। এ ঘটনার কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদেরকে পার্লামেন্ট কক্ষ থেকে বের করে নিয়ে যান।

ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, হট্টগোলে ট্রাম্পের বক্তৃতায় বাধার সৃষ্টি হয়। বক্তৃতায় বাধা দেন পার্লামেন্ট সদস্য আইমান ওদেহ। তিনি ট্রাম্পকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। এতে ট্রাম্পকে বক্তৃতা থামাতে বাধ্য হন।

একপর্যায়ে নিরাপত্তারক্ষীরা দ্রুত তার কাছে এগিয়ে যায় এবং তাকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে জানা যায়, তার সঙ্গে পার্লামেন্ট সদস্য ওফের কাসিফকেও বের করা হয়েছে।