কু-প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে ছুরিকাঘাত

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৫, ১৮:৫৭
শেয়ার :
কু-প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে ছুরিকাঘাত

নরসিংদীর রায়পুরায় কু-প্রস্তাবে রাজি না হওয়ায় এক কিশোরীকে ছুড়িকাঘাতের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার বিকেলের দিকে উপজেলার বাঙ্গালীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় এদিন দিবাগত রাতে রাব্বি মিয়া (২২) নামে এক যুবকের বিরুদ্ধে ভুক্তভোগীর মা বাদী হয়ে রায়পুরা থানায় একটি মামলা করেছেন। ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছেন বলে জানা গেছে।

অভিযুক্ত রাব্বি মিয়া (২২) বাঙ্গালীনগর গ্রামের আবুল কাসেমের (৪২) ছেলে।

ভোক্তভোগী পরিবারের অভিযোগ, গত ১৫-২০ দিন আগে থেকে ওই কিশোরীকে তারই প্রতিবেশী রাব্বি নামে এক ছেলে রাস্তায় একা পেয়ে বিরক্ত করত। আর প্রেমের প্রস্তাব দিত। এরই জেরে রোববার বিকেল ৪টার দিকে ওই কিশোরী প্রাইভেট পড়িয়ে বাড়ি ফেরার পথে গতিরোধ করে রাব্বি। এ সময় কথাকাটির একপর্যায়ে রাব্বি তার কোমড় থেকে একটি ছুরি বের করে কিশোরীর পেটে আঘাত করে। পরে ওই কিশোরীর আত্মচিৎকারে আাশেপাশের লোকজন ও স্বজনরা তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। সে এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছেন।

এ বিষয়ে জানতে আজ সোমবার অভিযুক্তের বাড়ি গেলে তার মা জানান রাব্বি বাড়িতে নেই এবং তার ছেলে এ ঘটনা ঘটাননি বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর জানান, আসামিকে ধরার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।