ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে বাধার মুখে ট্রাম্প
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দিতে গিয়ে বাধাগ্রস্ত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ভাষণ দেওয়ার সময় ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে হট্টগোল বেধে যায়। এতে বাধাগ্রস্ত হয় ট্রাম্পের ভাষণ।
ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, হট্টগোলে ট্রাম্পের বক্তৃতায় বাধার সৃষ্টি হয়। বক্তৃতায় বাধা দেন পার্লামেন্ট সদস্য আইমান ওদেহ। তিনি ট্রাম্পকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। এতে ট্রাম্পকে বক্তৃতা থামাতে বাধ্য হন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
একপর্যায়ে নিরাপত্তারক্ষীরা দ্রুত তার কাছে এগিয়ে যায় এবং তাকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে জানা যায়, তার সঙ্গে পার্লামেন্ট সদস্য ওফের কাসিফকেও বের করা হয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস