পুকুর থেকে আওয়ামী লীগকর্মীর লাশ উদ্ধার

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৫, ১৭:৫৮
শেয়ার :
পুকুর থেকে আওয়ামী লীগকর্মীর লাশ উদ্ধার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুর থেকে মো. জসিম উদ্দিন (৪৮) নামে আওয়ামী লীগের এক কর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার রবিবার রাতে নিঁখোজের ১০ ঘণ্টা পর উপজেলার মুছাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ির পাশের পরিত্যক্ত পুকুর থেকে এলাকাবাসী তার লাশ উদ্ধার করে। আজ সোমবার সকালে তার লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ।

জসিম ওই ইউনিয়নের ফরাজী বাড়ির মৃত ফয়েজ আহমদের ছেলে। তিনি আওয়ামী লীগের সক্রীয় কর্মী ছিলেন বলে জানিয়েছেন দলের মুছাপুর ইউনিয়ন শাখার সভাপতি আইয়ুব আলী।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, জসিম তার বাড়ির পাশের শাহীন উকিলের পরিত্যক্ত মিয়া বাড়ির কেয়ারটেকার ছিলেন। রবিবার সকালে নিজ বাড়ি থেকে বেরিয়ে আর না ফেরায় পরিবার ও স্বজনরা এলাকায় অনেক খুঁজে পাননি। পরে রাতে ওই পরিত্যক্ত বাড়িতে খুঁজতে গেলে পুকুরে তার লাশ ভাসতে দেখে। পরে কোম্পানীগঞ্জ থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘জসিমের লাশ উদ্ধার করে সোমবার সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ ও ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’