স্বজনদের কাছে ফিরলেন ফিলিস্তিনিরা

আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর ২০২৫, ১৭:৪৭
শেয়ার :
 স্বজনদের কাছে ফিরলেন ফিলিস্তিনিরা

অবশেষে ইসরায়েলের বন্দীশালা থেকে মুক্তি পেয়েছেন ফিলিস্তিনিরা। ইতিমধ্যে তারা ফিলিস্তিনের রামাল্লায় পৌঁছেছেন। তাদের মুক্তিতে রামাল্লায় এক আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘদিন পর আপনজনকে কাছে পেয়ে আনন্দ-উল্লাসের সঙ্গে জড়িয়ে ধরে চিৎকার আর কান্নায় ভেঙে পড়েন সদ্য মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের স্বজনরা। 

আজ সোমবার দুপুরে ইসরায়েলের কাছ থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের বহনকারী দু'টি বাস পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছায়। ইসরায়েলের জীবিত সব জিম্মিকে মুক্তি দেওয়ার পর এর সরায়েলি বাহিনীর হাতে বন্দি ১৯৫০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।

তাদেরকে বহনকারী ৩৮টি বাসের মধ্যে দু'টি বাস ইতোমধ্যে ফিলিস্তিনির রামাল্লায় পৌঁছেছে। যে ১৯৫০ জনকে ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হচ্ছে, তাদের মধ্যে ১৭০০ জন আটক এবং ২৫০ জন কারাবন্দী ছিলেন বলে জানা গেছে।