লোকালয় থেকে নারী ও শিশুসহ ২৮ রোহিঙ্গাকে উদ্ধার, বাড়ির মালিক আটক
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ক্যাম্পের বাইরে লোকালয়ে অবৈধভাবে বসবাসরত নারী, শিশুসহ ২৮ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। একই সঙ্গে তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে।
গ্রেপ্তার যুবকের বোরহান উদ্দিন (১৮)। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়ার রশিদ আহম্মেদের ছেলে।
আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ ম ফারুক।
তিনি জানান, সম্প্রতি উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত কিছু রোহিঙ্গা অবৈধভাবে লোকালয়ে বাড়িভাড়া নিয়ে বসবাস করছে। এদের অনেকে মাদক ও মানবপাচার, ছিনতাই, ডাকাতি, খুন এবং অপহরণের মতো অপরাধে জড়িয়ে পড়ছে। এমনকি কেউ কেউ জায়গা কিনে স্থায়ীভাবে বসবাসেরও চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব নিয়মিত অভিযান চালাচ্ছে। এর অংশ হিসেবে পশ্চিম সিকদারপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে নারী, শিশুসহ ২৮ রোহিঙ্গাকে উদ্ধার করা হয় এবং বাড়ির মালিক বোরহান উদ্দিনকে আটক করা হয়।
উদ্ধার রোহিঙ্গাদের নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠানো হচ্ছে। আটক বোরহান উদ্দিনকে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ব্যবস্থা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১৫।