স্কুলছাত্রীকে কুপ্রস্তাব ও ধর্ষণচেষ্টার অভিযোগে ব্যবসায়ী গ্রেপ্তার

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৫, ১৬:৫৬
শেয়ার :
স্কুলছাত্রীকে কুপ্রস্তাব ও ধর্ষণচেষ্টার অভিযোগে ব্যবসায়ী গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলের নবম শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব ও ধর্ষণচেষ্টার অভিযোগে স্থানীয় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে এক ব্যবসায়ীর দোকান বন্ধ করে দিয়েছে। অভিযুক্ত ব্যবসায়ী মো. ইমরান হাওলাদারকে (২৫) গ্রেপ্তার করেছে বাউফল থানা পুলিশ। আজ সোমবার দুপুর সাড় ২টার দিকে উপজেলার ধুলিয়া ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইমরান হাওলাদার ধুলিয়া ইউনিয়নের সোবাহান হাওলাদারের ছেলে। ভুক্তভোগী ছাত্রী উপজেলার ধূলিয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৮টার দিকে ধূলিয়া স্কুল অ্যান্ড কলেজের সামনে অবস্থিত ‘মা টেলিকম’ নামের দোকানে কয়েকজন শিক্ষার্থী রেজিস্ট্রেশনের জন্য ছবি তুলতে দোকানে যায়। এ সময় দোকানের মালিক ইমরান নবম শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ ওঠে। ছাত্রীটি প্রস্তাবে রাজি না হলে, তাকে জোরপূর্বক স্পর্শ ও ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী নবম শ্রেণির শিক্ষার্থী বলেন, ‘আমি রেজিস্ট্রেশনের জন্য ছবি তুলতে ‘মা টেলিকম’ দোকানে গিয়েছিলাম। সেখানে ইমরান হঠাৎ আমাকে কুপ্রস্তাব দেয়। আমি রাজি না হলে সে আমার সঙ্গে জোরপূর্বক আচরণ করতে থাকে। তখন ভয় পেয়ে আমি সেখান থেকে দৌড়ে বের হয়ে আসি।’

গ্রেপ্তার ইমরান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কাউকে কুপ্রস্তাব দেইনি। সকালে কয়েকজন ছবি তুলতে এসেছিল, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।’

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, ‘অভিযুক্ত ইমরানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’