শাকিব খানের ভিডিও ফাঁস

বিনোদন ডেস্ক
১৩ অক্টোবর ২০২৫, ১৬:২৪
শেয়ার :
শাকিব খানের ভিডিও ফাঁস

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। এই নায়কের সিনেমা মানেই সুপারহিট। আর নির্মাতারাও শীর্ষ তাকে নিয়ে সিনেমা বানাতে বেশ আগ্রহী। অনেকটা গোপনে চলে সিনেমার শুটিং। যা ইতিমধ্যেই দেখা গেছে শাকিব অভিনীত ‘তাণ্ডব’, ‘প্রিয়তমা’ কিংবা ‘বরবাদ’-এর বেলায়।

তবে গোপন রাখা যায়নি শাকিব খানের ‘সোলজার’ সিনেমার শুটিংয়ের দৃশ্য। নিরাপত্তা ভেদ করে ফাঁস হয়েছে সিনেমার একাধিক ভিডিওচিত্র ও ছবি। যা রীতিমত ভাইরাল নেটদুনিয়ায়।

ফাঁস হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, ঢাকার গুলশান-১ ডিএসসিসি মার্কেটে কালো শার্ট ও প্যান্ট পরিহিত শাকিব পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বাজার মনিটরিং করছেন। দৃশ্যটি দেখে অনেকেই ধারণা করছেন, সিনেমাতে তিনি হয়তো একজন দায়িত্বশীল কর্মকর্তা বা দেশপ্রেমিক চরিত্রে আছেন। ভিডিওটি ঘিরে চলছে নেটিজেনদের নানা কথা।

এক লিখেছেন, ‘লুকটা দুর্দান্ত, একদম পারফেক্ট সোলজার!’ অন্য একজনের কথায়, ‘এভাবে যদি শুটিং দৃশ্য ফাঁস হয়, তাহলে প্রেক্ষাগৃহে চমকটাই তো নষ্ট হয়ে যাবে।’

সাকিব ফাহাদের পরিচালনায় নির্মিত হচ্ছে ‘সোলজার’ সিনেমাটি। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। আরও আছেন তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী, এবিএম সুমনসহ অনেকেই।