পারফিউম উপহার পেতে পছন্দ করেন সাবিলা নূর

বিনোদন ডেস্ক
১৩ অক্টোবর ২০২৫, ১৫:৫২
শেয়ার :
পারফিউম উপহার পেতে পছন্দ করেন সাবিলা নূর
ছবি : সংগৃহীত

দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক, বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন ওটিটি মাধ্যমেও। শোবিজাঙ্গনে লম্বা সময়ের এই পথচলায় কেবল সিনেমায় নাম লেখানো বাকি ছিল গুণি এই অভিনেত্রীর।

সেই অপূর্ণতাটুকুও তার পূর্ণ হয়ে গেছে। প্রথমবারের মতো ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। এরপর থেকেই সিনেমাপ্রেমীদের মাঝে বেশ আলোচনার সৃষ্টি করেছেন তিনি।

সম্প্রতি একটি সুগন্ধি বা পারফিউম ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে হাজির হয়েছিলেন সাবিলা নূর। সেখানে পারফিউম প্রসঙ্গে নিজের পছন্দ ও অভিজ্ঞতা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

পারফিউমের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করে সাবিলা নূর বলেন, ‘আমি পারফিউম খুবই পছন্দ করি। আমার পছন্দের ফ্রেগরেন্স সাধারণত ফ্রেশ ধরনের— যেমন ওশান বা গাছ-পাতার ঘ্রাণ। এই ধরনের সুগন্ধ আমার ভীষণ ভালো লাগে। আমি মনে করি, লেয়ারিং পারফিউম ব্যবহারের অভিজ্ঞতাকে আরও উন্নত করে তোলে।’

তিনি আরও বলেন, আমি পারফিউম গিফট পেতে খুবই পছন্দ করি। আমার বন্ধুরা বা যারা আমাকে ভালোভাবে চেনেন, তারা প্রায়ই আমাকে পারফিউম উপহার দেন। আমার ধারণা একটি পারফিউম যে দিচ্ছে তার পার্সোনালিটি এবং সেই সাথে যে পারফিউমটা রিসিভ করছে তার পার্সোনালিটির একটা রিফ্লেকশনও পাওয়া যায়।’

প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি নাচ নিয়েও ব্যস্ততা আছে সাবিলা নূরের। এছাড়া তিনি লেখক হিসেবেও বেশ পটু। শেষ বইমেলায় তার লিখিত ছোট গল্পের বই ‘ভালোবাসা অতঃপর’ প্রকাশিত পেয়েছে। এর আগে হৃদিকা, পারাপার, মুখোমুখি অন্ধকার- তিনটি নাটকের গল্পও লিখেছিলেন তিনি।