ফিলিস্তিনি বন্দীদের কখন মুক্তি দেবে, জানাল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর ২০২৫, ১৫:৩৪
শেয়ার :
ফিলিস্তিনি বন্দীদের কখন মুক্তি দেবে, জানাল ইসরায়েল

জীবিত সব ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিয়েছে মুক্তিকামী ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। এখন ইসরায়েলের কাছে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি দেওয়ার পালা। ইসরায়েলি জিম্মিদের মুক্তির পাশাপাশি ইসরায়েল থেকেও ফিলিস্তিনি বন্দীদের আগামী কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তির আশা করা হচ্ছে।

জেরুজালেম থেকে বিবিসির সংবাদদাতা টম বেনেট জানিয়েছেন, ২৫০ জন ফিলিস্তিনি বন্দি এবং গাজা থেকে আটক ১ হাজার ৭০০ জনকে মুক্তি দেওয়ার আশা করা হচ্ছে। এর মধ্যে ২২টি শিশুও আছে।

ইসরায়েলের সংবাদমাধ্যম বলছে, অবরুদ্ধ পশ্চিম তীরে অফের কারাগার থেকে এসব বন্দিরা মুক্তির প্রস্তুতি নিচ্ছেন।

শুক্রবার এসব বন্দীদের নামের তালিকা প্রকাশ করেছে ইসরায়েলের বিচার মন্ত্রণালয়। যারা মুক্তি পাবেন তাদের জন্য সকাল থেকেই কারাগারের বাইরে তাদের স্বজনরা অপেক্ষা করছেন।

পরিকল্পনা অনুযায়ী, পশ্চিম তীরে ১০০ বন্দী মুক্তি পাবেন। তাদের গাজা বা মিশরে পাঠানো হবে। আর একটি ছোট অংশ মুক্তি পাবে পূর্ব জেরুজালেমে।