এআই দিয়ে প্রথমবার নির্মিত মিউজিক ভিডিও ‘নিঝুম রাত’
কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে বিশ্বজুড়ে ভিডিও কনটেন্ট তৈরির উন্মাদনা চলছে। পিছিয়ে নেই বাংলাদেশও। প্রথমবারের মতো নির্মিত হয়েছে সম্পূর্ণ এআই জেনারেটেড সিনেম্যাটিক মিউজিক ভিডিও। যেখানে শিল্পীদের চেহারা অর্জিনালিটি রেখে করা হয়েছে।
গানের শিরোনাম ‘নিঝুম রাত’। গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী সুজান আফজাল। গায়কের কথা ও সুরে সংগীত পরিচালনা করেছেন নমন। সম্প্রতি গানটি ইউটিউবে মুক্তি পেয়েছে। পাশাপাশি শোনা যাবে দেশি-বিদেশি ডিজিটাল প্ল্যাটফর্মে। ইতোমধ্যেই গান-ভিডিও প্রকাশ্যে আসতেই ভিন্ন মাত্রার এই মিউজিক ভিডিও শ্রোতামহলে বেশ প্রশংসা কুড়াচ্ছে।
এ প্রসঙ্গে কণ্ঠশিল্পী সুজান আফজাল বলেন, ‘সম্পূর্ণ এআই দিয়ে নিখুঁতভাবে গানের ভিডিও নির্মিত হয়েছে। সকল চিত্রায়ণ একদমই রিয়েল ক্যারেক্টর ইমেজ দিয়ে এডিটিং হয়েছে। এমন রিয়েল ক্যারেক্টর ইমেজ ভিক্তিক সিনেম্যাটিক ভিডিও দিয়ে বাংলাদেশে এআই ভিক্তিক মিউজিক ভিডিওর আরেকটি নতুন অধ্যায়ের সূচনা হলো। আমরাই প্রথম এমন মিউজিক ভিডিও তৈরি করেছি। আশা করছি, দর্শকদের পছন্দ হবে।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এ প্রসঙ্গে সংগীত পরিচালক নমন বলেন, ‘গানটি মেলোডি ঘরানার। গানের সঙ্গে সামঞ্জস্য মিলিয়েই এমন গথিক সিনেম্যাটিক মিউজিক ভিডিও বানানো হয়েছে৷ এআই ভিক্তি এমন মেইনস্ট্রিম ভিডিও সম্পাদন করা বড় চ্যালেঞ্জ ছিল। এমন ধরনের চ্যালেঞ্জ নিয়ে সুজান আফজালের কাজ করতে ভালো লাগে। আর এই ভালো লাগা থেকেই এমন একটি মিউজিক ভিডিও বানানো সম্ভব হয়েছে। আশা করি, সকল শ্রোতাদের কাছে গানটি গ্রহণ যোগ্যতা পাবে।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
ভিডিওটির গ্রাফিক্স, কালার গ্রেডিং, এডিটিং সব কিছুই কণ্ঠশিল্পী সুজান আফজাল নিজেই করেছেন। এ ছারা গানে গিটার বাজিয়েছেন শামসুজ্জামান জামান। গানটির মিউজিক কম্পোজিশন, মিক্সিং, মাস্টারিং করেছেন সংগীত পরিচালক নমন।
প্রসঙ্গত, এর আগে সুজান আফজালের ‘আঁধার পেড়িয়ে’ নামে একটি একক অ্যালবাম মুক্তি পেয়েছে। এরপর বেশ কিছু একক গান বের হয়।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’