কুষ্টিয়া ও ঢাকায় ‘লালন উৎসব’, গান শোনাবেন যারা

বিনোদন ডেস্ক
১৩ অক্টোবর ২০২৫, ১৩:৫২
শেয়ার :
কুষ্টিয়া ও ঢাকায় ‘লালন উৎসব’, গান শোনাবেন যারা

লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে আগামী ১৭ অক্টোবর কুষ্টিয়া ও ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে লালন উৎসব। অনুষ্ঠানস্থল পরিণত হবে ভক্ত, সাধক আর শিল্পীদের মিলনমেলায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে তথ্যটি জানানো হয়।

আগামী ১৭ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী কুষ্টিয়াতে চলবে এই উৎসব। আখড়াবাড়িতে দিনভর ভাবগীতির সুর, আলাপ, দর্শনচর্চা আর মাটির গন্ধে ভরে উঠবে ছেউড়িয়ার লালন ধাম। গান গাইবেন টুনটুন বাউল, সুনীল কর্মকার, রওশন ফকির, লতিফ শাহসহ সারাদেশ থেকে আগত বাউল-ফকিররা।

কুষ্টিয়ার পাশাপাশি ১৮ অক্টোবর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানেও আয়োজিত হবে লালন উৎসব। উৎসবে লালনের গান পরিবেশন করবেন ইমন চৌধুরী ও বেঙ্গল সিম্ফনি, ব্যান্ড লালন, নীরব অ্যান্ড বাউলস, পথিক নবী, সূচনা শেলী, বাউলা ব্যান্ড, অরূপ রাহী, সমগীতসহ আরও অনেক শিল্পী ও গানের দল।

এ ছাড়াও সারাদেশে একযোগে পালিত হবে লালন উৎসব। আয়োজনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এবারের উৎসবের প্রচ্ছদ এঁকেছেন শিল্পী টাইগার নাজির।

উল্লেখ্য, চলতি বছরের ২৮ আগস্ট উপদেষ্টা পরিষদের এক বৈঠকে লালন তিরোধান দিবসকে ‘ক’ শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রতিবছর ১৭ অক্টোবর দিনটি জাতীয়ভাবে পালিত হবে।