আজ থেকে ‘ঘুরিতেছে পাঙ্খা’
তিন বন্ধু বাবুল, মোহন ও পাঙ্খা মিলে চালায় ‘পাঙ্খা স্যাটেলাইট’ নামের ডিস কোম্পানি। গ্রাম্য বিজ্ঞানী পাঙ্খার হাতির পিঠে বিয়ের স্বপ্ন, কুংফু ওস্তাদ বাবুলের সোনার দাঁতের খায়েশ আর সুদের কারবারি মোহনের প্রেমের বহু কোণ- সব মিলিয়ে ঘটছে একের পর এক ঘটনা। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘ঘুরিতেছে পাঙ্খা’।
রচনা ও পরিচালনায় হিমু আকরাম। অস্থির স্বভাবের গ্রামবাসীর মজার সব কাণ্ড, প্রেম, ঝগড়া আর ডিস সংযোগের ব্যবসা ঘিরেই এগিয়ে গল্পটি। ‘ঘুরিতেছে পাঙ্খা’ প্রচার শুরু হচ্ছে আজ সোমবার থেকেই আরটিভিতে, রাত ৯টা ২০ মিনিটে।
নতুন ধারাবাহিক প্রসঙ্গে হিমু আকরাম জানান, ‘ঘুরিতেছে পাঙ্খা’ শুধু একটি কৌতুকধর্মী সিরিয়াল না, এখানে গ্রামীণ জীবনের স্বপ্ন, হাসি-কান্না আর সম্পর্কের নানা রং উঠে আসবে। আমি চাই দর্শকরা নিজেদের গল্পও এই নাটকের ভেতরে খুঁজে পাক।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
গল্পে আছে আরও রঙিন চরিত্র- ঘোড়ায় চড়া আতর আলী ফকির, রহস্যময় ‘অফিসার’ মোকলেস, প্রভাবশালী মগা ভাই, বউয়ের চোখে ধরা মোহনের রাশিচক্র, প্রেমের দ্বন্দ্বে গোলাপি, কুসুম ও কোকিলা আর পুরান ঢাকার ক্যাবল ব্যবসায়ী সফদার মিয়ার মেয়ে বিজলি।
নির্মাতা হিমু আকরাম বলেন, ‘আমি সবসময় চাই দর্শকরা যেন হাসির ভেতরে নিজের জীবনকে খুঁজে পায়। আশা করছি “ঘুরিতেছে পাঙ্খা” দর্শকদের মন ভালো করবে আর পরিবার নিয়ে বসে দেখার মতো আনন্দ দেবে।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
এই ধারাবাহিকে পাঙ্খা চরিত্রে অভিনয় করছেন রাশেদ সীমান্ত। ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় ধারাবাহিক। আরও আছেন আ খ ম হাসান, আরফান আহমেদ, ফারুক আহমেদ, ডা. এজাজ, সাদ্দাম মাল, জিল্লু, মায়মুনা মমো, রোজী সিদ্দিকী, জারা নুর, এস কে বাপ্পি, অদিতি জাহান অথই, আমিন আজাদ, সঞ্জিব আহমেদ।