মসজিদে গিয়ে বিতর্কে জড়িয়েছেন সোনাক্ষী
সম্প্রতি রণবীর সিংহ একটি বিজ্ঞাপনের কাজে আবুধাবির মসজিদে হিজাব পরিহিত অবস্থায় দেখা মিলেছিল বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোনের। যা নিয়ে বেশ সমালোচনার মুখেও পরতে হয়েছিল এই অভিনেত্রীর। এবার একই কাণ্ড করে সমালোচনার মুখে পড়লেন বলিউডের আরেক তারকা দম্পতি সোনাক্ষী সিনহা এবং জহির ইকবাল।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, মূলত একটি নতুন বিজ্ঞাপনের শুটেই আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শনে গিয়েছিলেন সোনাক্ষী ও জহির। যার একটি ভিডিও ইতোমধ্যেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এই অভিনেত্রী।
ভিডিওতে দেখা গেছে, সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করেছেন সোনাক্ষী এবং জহির। এই সফরের জন্য সোনাক্ষী সবুজ, সাদা প্রিন্টেড শর্ট কুর্তা এবং পায়জামা পরেছিলেন। তিনি সবুজ দোপাট্টা দিয়ে মাথাও ঢেকেছিলেন। অন্যদিকে, জহির ইকবাল একটি কালো শার্ট এবং সবুজ ট্রাউজার বেছে নিয়েছিলেন। পোস্টটি শেয়ার করে তিনি লেখেন, ‘আবুধাবিতে একটু শান্তি পেয়েছি। @visitabudhabi #InAbuDhabi #ad’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সোনাক্ষীর এই পোস্টে একজন লেখেন, ‘তাহলে সোনাক্ষীর জন্য এটা স্বাভাবিক কিন্তু দীপিকার জন্য নয়? দুজনেই একই মসজিদ পরিদর্শন করেছিলেন এবং দুজনেই তাদের স্বামীদের সঙ্গে ছিলেন, দুজনকেই অসাধারণ দেখতে লাগছিল।’ আরেকজন লেখেন, ‘মন্দির হোক বা মসজিদ, মাথা ঢেকে রাখা একটা আধ্যাত্মিক ব্যাপার, তুমি হিন্দু হও বা মুসলিম।
সোনাক্ষী ও জহির ইকবালের সম্পর্ক শুরু থেকেই আলোচনায়। তাদের আন্তঃধর্মীয় বিয়ে নিয়েও চর্চা কম হয়নি। তবে এই অভিনেত্রী সবসময়ই বলে এসেছেন, ‘ধর্ম কখনো আমাদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায়নি। আমরা একে অন্যের পরিবার ও প্রথাকে সম্মান করি। আমাদের সম্পর্কের শক্তি নিহিত আছে সেই পারস্পরিক শ্রদ্ধাতেই।’-
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট