ময়মনসিংহে ধর্মঘট প্রত্যাহার, সোমবার থেকে চলবে বাস

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
১২ অক্টোবর ২০২৫, ২২:৪০
শেয়ার :
ময়মনসিংহে ধর্মঘট প্রত্যাহার, সোমবার থেকে চলবে বাস

ময়মনসিংহে অনির্দিষ্টকালের জন্য চলমান বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ফলে আগামীকাল সোমবার সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহসহ সকল রুটে স্বাভাবিকভাবে বাস চলাচল শুরু হবে।

আজ রোববার রাত সাড়ে নয়টার দিকে জেলা প্রশাসক মুফিদুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মোটর মালিক সমিতি, মোটরযান শ্রমিক ইউনিয়ন, জাতীয় নাগরিক পার্টি ও অন্যান্য সংশ্লিষ্ট সংগঠনের নেতাদের অংশগ্রহণে রাতে এক বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় ঐক্যমতের ভিত্তিতে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।’

বৈঠকে উভয় পক্ষের দাবিদাওয়া পর্যালোচনার জন্য অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) আহ্বায়ক করে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বিষয়গুলো যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত দেবে।

ধর্মঘট প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়ার পর রাতেই ময়মনসিংহ নগরীর দিগারকান্দা বাইপাস মোড় দিয়ে ঢাকামুখী কয়েকটি যাত্রীবাহী বাস চলতে দেখা যায়। এতে স্বস্তি ফিরে আসে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে।