কখন ফিলিস্তিনিদের মুক্তি দেবেন, জানালেন নেতানিয়াহু
গাজায় আটক সকল জিম্মি ইসরায়েলে পৌঁছানোর নিশ্চয়তা পাওয়ার পরই ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর। আজ রোববার দপ্তরের মুখপাত্র শোশ বেদরোসিয়ান বলেন, ‘আগামীকাল মুক্তি পাওয়ার পর সব জিম্মি সীমান্ত পেরিয়ে ইসরাইলে প্রবেশ করলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তির প্রক্রিয়া শুরু হবে।’
পূর্ববর্তী যুদ্ধবিরতির সময় কিছু জিম্মির মরদেহ ফেরত পাওয়ার পর তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
হামাস সোমবার অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেবে এবং গাজায় ভবিষ্যৎ সরকার গঠনে কোনো ভূমিকা রাখবে না বলে জানিয়েছে। ইসরায়েলি পরিবারগুলো তাদের প্রিয়জনের ফিরে আসার অপেক্ষার প্রহর গুনছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
গতকাল শনিবার রাতে তেল আবিবে বিপুল জনসমাবেশে মানুষ বন্দিদের পরিবারের প্রতি সংহতি জানায় এবং ট্রাম্পের দূত স্টিভ উইটকফকে অভ্যর্থনা জানায়। হাজারো মানুষ ‘হোস্টেজ স্কয়ারে’ সমবেত হয়ে স্লোগান তুলেন, ‘ধন্যবাদ ট্রাম্প!’ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ‘আমরা সব বন্দিকে তাৎক্ষণিকভাবে গ্রহণের জন্য প্রস্তুত।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস