মাইলসের ‘নীলা’ গান গেয়ে স্বর্ণ জিতলেন চীনা তরুণী

কুদরত উল্লাহ
১২ অক্টোবর ২০২৫, ২১:২২
শেয়ার :
মাইলসের ‘নীলা’ গান গেয়ে স্বর্ণ জিতলেন চীনা তরুণী
ছবি : সংগৃহীত।

বাংলাদেশিদের মন জয় করে নিল চীনা তরুণী সুন লিপিং, জিতলেন স্বর্ণপদকও। সম্প্রতি ‘সুরের বাঁধনে পঞ্চাশ বছর' প্রতিপাদ্যে ঢাকায় বাংলাদেশ-চীন সংগীত প্রতিযোগিতায় মাইলেসর জনপ্রিয় গান ‘নীলা’ গেয়ে স্বর্ণপদক জিতেন তিনি।

এটি বাংলাদেশ-চীন সংগীত প্রতিযোগিতার দ্বিতীয় আসর। রাজধানীর বিসিএস প্রশাসন একাডেমি অডিটোরিয়ামে দিনব্যাপী জমকালো আয়োজনের মধ্যদিয়ে দুই দেশের তরুণ শিল্পীরা কণ্ঠ মিলিয়েছেন মৈত্রীর গানে।

স্বর্ণপদক পেয়ে তিনি বলেন, ‘এই অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। সুন্দর এই আয়োজনের জন্য আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানাই। মঞ্চের সামনে ও পেছনে যারা নিরলশ ভাবে কাজ করেছেন তাদের প্রতিও রইল কৃতজ্ঞতা ও ভালোবাসা। আমি আশা করি ভবিষ্যতেও এমন আরও সংগীত ও সংস্কৃতি বিনিময়ের সুযোগ থাকবে চীন ও বাংলাদেশের মধ্যে।’

অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির উপাচার্য প্রফেসর ড. শাহ-ই-আলম, চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহসভাপতি ওয়াং বেনছিয়ান, বাংলাদেশ ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ইয়ান চিয়াহেং এবং বাংলাদেশে তিনটি কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা ও বাংলাদেশি পরিচালকরা।

প্রতিযোগিতার শুরুতে সংগীতের লড়াই হয় চীনা ও অ-চীনা (বাংলাদেশি) এই দুই গ্রুপে। এ দুই গ্রুপ থেকে দু’জন করে স্বর্ণ ও রৌপ্যপদক এবং ছয়জন ব্রোঞ্জ পদক জেতেন। বাকি প্রতিযোগীরা পেয়েছেন বিশেষ পুরস্কার। স্বর্ণপদক জেতেন বাংলাদেশি তরুণ আবু সাইদ ও চীনা তরুণী সুন লিপিং। রৌপ্য পদক জেতেন বাংলাদেশি তরুণী তাসমিয়া রহমান ও চীনা তরুণী লিউ লুসি।

প্রসঙ্গত, চীনের শিক্ষা মন্ত্রণালয়ের আন্তঃচীনা-বিদেশি ভাষা বিনিময় ও সহযোগিতা কেন্দ্রের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশে চীনা দূতাবাসের তত্ত্বাবধানে, শান্ত-মারিয়াম-হোংহো কনফুসিয়াস ক্লাসরুম ও বিসিএস প্রশাসন একাডেমির যৌথ আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সহযোগিতায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউট, বাংলাদেশে চায়না এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশে চীনা প্রবাসী সমিতি।