পুরস্কার জিতল ‘নিশি’
যুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন (এমা) অ্যাওয়ার্ডের স্বল্পদৈর্ঘ্য বিভাগে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা ‘নিশি’। এমা অ্যাওয়ার্ডের ৩৫তম আসরে স্টুডেন্ট ক্যাটাগরিতে সিনেমাটি পুরস্কার পেয়েছে।
শনিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায় রেডফোর্ড স্টুডিও সেন্টার, লস অ্যাঞ্জেলেসে সিনেমাটির প্রদর্শনী হয় এবং সেখানেই এই পুরস্কার ঘোষণা করা হয়।
‘নিশি’ যৌথভাবে পরিচালনা করেছেন গোলাম রাব্বানী ও জহিরুল ইসলাম। পুরস্কারপ্রাপ্তির খবর জানিয়ে নির্মাতা গোলাম রাব্বানী বলেন, সত্যিই খবরটা আনন্দের। এমা অ্যাওয়ার্ডের ৩৫তম আসরে পুরস্কার জিতেছে আমাদের ‘নিশি’। এই অ্যাওয়ার্ডে প্রথমবার কোনো বাংলাদেশি সিনেমা এই পুরস্কার অর্জন করল। শিগগিরই ছবিটি বাংলাদেশে প্রদর্শনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সিনেমাটির গল্পে দেখা যায়, পানির সংকটের কারণে এক চা–শ্রমিকের মেয়ের পড়ালেখা বন্ধ হয়ে যায়। বাড়িতে একটা টিউবওয়েল দেওয়ার বিনিময়ে নিশি নামে সেই কন্যাসন্তানকে বিয়ে করতে চান এক ব্যবসায়ী।
সিলেটের একটি চা–বাগানের বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং হয়েছে। এতে অভিনয় করেছেন নিশি, বিশ্বজিৎ, গণেষ ও ভারতী।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
আরও পড়ুন:
মারা গেলেন পরীমনির নানা