‘লাপাতা লেডিস’ পেল ১৩ পুরস্কার

৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস

বিনোদন সময় ডেস্ক
১৩ অক্টোবর ২০২৫, ০৮:০৬
শেয়ার :
‘লাপাতা লেডিস’ পেল ১৩ পুরস্কার

ভারতের আহমেদাবাদের কাঁকারিয়া লেকের একেএ অ্যারেনায় শনিবার রাতে জমে ওঠে তারকামেলা। ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস আসর হয় বলিউডের উৎসবের রাত। এবারের আসরে সবচেয়ে বেশি আলো কুড়িয়েছে ‘লাপাতা লেডিস’। সামাজিক ব্যঙ্গ ও মানবিক আবেগে মোড়া এ সিনেমাই জিতেছে সেরা চলচ্চিত্রসহ ১৩ পুরস্কার; যা ফিল্মফেয়ারের ইতিহাসে এক নতুন মাইলফলক।

মঞ্চে উপস্থাপনায় ছিলেন বলিউড কিং শাহরুখ খান, করণ জোহর ও মনীশ পাল। শুধু উপস্থাপনাই নয়; শাহরুখ, কৃতি শ্যানন, কাজলসহ একঝাঁক তারকা পারফর্ম করে মাতিয়ে তোলেন দর্শকদের। এবার ফিল্মফেয়ারে সেরা অভিনেতার পুরস্কার ভাগ করে নিয়েছেন অভিষেক বচ্চন ও কার্তিক আরিয়ান। সেরা অভিনেত্রী হয়েছেন আলিয়া ভাট। আজীবন সম্মাননা পেয়েছেন জিনাত আমান ও শ্যাম বেনেগাল।