পুরনোরা কি হারিয়ে গেলেন
আলোচনায় নতুন নায়িকারা
সিনেমায় আসছেন নতুন নতুন নায়িকা। তারা অবশ্য সবাই বেশ পরিচিত মুখ! কারণ তাদের দেখা গেছে নাটকে, বিজ্ঞাপনে। কিন্তু পুরনো নায়িকারা কি হারিয়ে গেছেন? সিনেমাসংশ্লিষ্টারা বলছেন, ‘হারিয়ে যাননি কেউই। সাবাই আছেন। তবে দর্শকের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছেন অনেকে। তাদের সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ কমেছে। সিনেমার ব্যবসায় নেমেছে ধস।’
৯০ দশকের পর্দা কাঁপানো মৌসুমী, শাবনূর, পপি, পূর্ণিমাদের মতো নায়িকা এখন আর তৈরি হচ্ছে না। এদের পরবর্তী যারা ছিলেন ব্যস্ত নায়িকা, যাদের নিয়ে সিনেমাপাড়া ও দর্শকদের মাঝে আলোচনার ঝড় বইত, এখন আর তাদের সে রমরমা অবস্থা নেই। হাতে সিনেমার কোনো কাজ নেই বললেই চলে। আবার অনেকেই কমিয়ে দিয়েছেন কাজ। গুটিকতক নায়িকার ব্যস্ততা থাকলেও অধিকাংশই বেকার। তাই তারা আজ নেই সিনেমার কোনো আলোচনায়। এসব কারণেই সিনেমা নির্মাণ করা হচ্ছে নতুন নায়িকাদের নিয়ে।
বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত ‘সোলজার’ সিনেমায় শাকিব খানের নায়িকা তানজিন তিশা। এর আগেও শাকিব খানের বিপরীতে প্রেমিক নামের একটি সিনেমায় অভিনয়ের কথা ছিল তিশার। তবে রায়হান রাফীর সিনেমাটি শুটিংয়ে গড়ায়নি। সোলজার সিনেমায় প্রথমবার শাকিবের বিপরীতে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন তিশা। তানজিন তিশা বলেন, ‘আমি চেয়েছি, বাংলাদেশের সিনেমার মাধ্যমেই আমার অভিষেক হোক। আর চাইছিলাম শাকিব খানের মতো একজন তারকার বিপরীতে কাজ শুরু করতে।’ সিনেমাটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা সাকিব ফাহাদ। একই সিনেমার মাধ্যমে আবারও ফিরছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী। দেশপ্রেমের গল্পে নির্মিত সিনেমাটিতে শাকিবের সঙ্গে দেখা যাবে এই দুই নায়িকাকে।
গত পবিত্র ঈদুল আজহায় প্রথমবারের মতো বাণিজ্যিক সিনেমায় দেখা গেছে টিভি নাটকের জনপ্রিয় মুখ সাবিলা নূরকে। রায়হান রাফীর ‘তাণ্ডব’ দিয়ে তিনি আলোচনায় ছিলেন অনেক দিন। মুক্তির আগেই সিনেমাটির গান ‘লিচুর বাগানে’ সাড়া ফেলে। সাবিলা বলেন, “আমার মতে, মূলধারার বাণিজ্যিক সিনেমায় অভিষেক দুর্দান্ত এবং সুন্দর হয়েছে। কারণ, ‘তাণ্ডব’ ছবিটা দুর্দান্ত। দর্শক খুব সুন্দরভাবে ছবিটি গ্রহণ করেছেন।” এর আগে নায়িকা হিসেবে দেখা গেছে ‘আয়নাবাজি’খ্যাত মাসুমা রহমান নাবিলাকে। তিনি ছিলেন ‘তুফান’ ছবিতে। ছবিতে একজন কস্টিউম ডিজাইনার হিসেবে দেখা গিয়েছিল তাকে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
নতুন নায়িকারা যখন আলোচনায় পুরনো নায়িকারা কী করছেন তখন? ঢাকাই সিনেমার একসময়ের ব্যস্ততম নায়িকা ছিলেন অপু বিশ্বাস। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে তিনি একাধারে ৭০টিরও অধিক সিনেমায় অভিনয় করেছেন। এই অভিনেত্রীকে সর্বশেষ ‘ট্র্যাপ : দ্য আনটোল্ড স্টোরি’ ও ‘ছায়াবৃক্ষ’ নামের দুটি সিনেমায় দেখা গিয়েছিল। ২০২৪ সালে এগুলো মুক্তি পায়। তবে ২০২৩ ‘লাল শাড়ি’ নামের একটি সিনেমা দিয়ে প্রযোজক হিসেবেও তিনি আত্মপ্রকাশ করেছিলেন। সরকারি অনুদানে নির্মিত এ সিনেমায় সাইমন সাদিকের বিপরীতে তিনি অভিনয়ও করেছিলেন।
২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ দিয়ে সিনেমায় অভিষেক হয় মাহিয়া মাহির। ক্যারিয়ারে ৩০টির অধিক সিনেমায় অভিনয় করেছেন, যার মধ্যে রয়েছে আলোচিত একাধিক সিনেমা। এই অভিনেত্রীকে নিয়েও স্বপ্ন বুনতেন পরিচালক-প্রযোজকরা। কিন্তু হঠাৎ করেই সিনেমা ছেড়ে রাজনীতির মাঠে দৌড়ঝাঁপ শুরু করেন তিনি। সেখানে ব্যর্থ হয়ে আবার সিনেমায় ফেরার চেষ্টা করছেন এই নায়িকা। কিন্তু আগের মতো আর তার তারকা ইমেজ নেই। দর্শক চাহিদা কমায় পাচ্ছেন না সিনেমার কাজ। তাকে সর্বশেষ শাকিবের ‘রাজকুমার’ সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। এটি ২০২৪ সালে মুক্তি পায়।
ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির আলোচিত-সমালোচিত নায়িকা হিসেবে পরিচিত পরীমণি। সর্বশেষ তাকে ‘মা’ নামের একটি সিনেমায় দেখা যায়। এটি ২০২৩ সালের মে মাসে মুক্তি পায়। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে এই অভিনেত্রীর ‘ডোডোর গল্প’ নামের একটি সরকারি অনুদানের সিনেমা।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
২০২২ সালের আলোচিত ‘পরাণ’ সিনেমার পর বিদ্যা সিনহা মিমকে আর সেভাবে দেখা যায়নি। এরপর তার অভিনীত ‘দামাল’ নামের একটি সিনেমা মুক্তি পেলেও এর রেসপন্স খুব একটা সুবিধাজনক ছিল না। বলা যায়, এর পর থেকে সিনেমা নিয়ে মিম রয়েছেন আলোচনার বাইরে। তবে বিজ্ঞাপন ও ফটোশুটের কাজে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন। সর্বশেষ ‘দিগন্তে ফুলের আগুন’ নামের একটি সিনেমার শুটিং করেছেন তিনি। শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের জীবন নিয়ে নির্মিত এ সিনেমায় তিনি অভিনয় করেছেন পান্না কায়সারের চরিত্রে। এটি পরিচালনা করেছেন ওয়াহিদ তারেক। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের ঘটনার পর সিনেমাটি কবে মুক্তি পাবে বা আদৌ পাবে কিনা এ নিয়ে রয়েছে সংশয়।
নতুন কাজের খোঁজ না থাকলেও বুবলী অভিনীত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে রাশেদা আক্তার পরিচালিত ‘শাপলা শালুক’ সিনেমার শুটিং করেন। এতে তার বিপরীতে আছেন সজল নূর। এ ছাড়াও তার অভিনীত ‘পিনিক’ ও ‘সর্দারবাড়ির খেলা’ তৈরি আছে। বিভিন্ন সময়ে মুক্তির কথা থাকলেও সিনেমা দুটি মুক্তি পায়নি। কবে মুক্তি পাবে তারও ঠিক নেই। এমনকি ‘শাপলা শালুক’ মুক্তির কোনো ঘোষণা আসেনি।