বাহারি রঙে বুড়িচংয়ে ছয়গ্রাম পদ্মবিল

সাইয়িদ মাহমুদ পারভেজ, কুমিল্লা
১৩ অক্টোবর ২০২৫, ০২:১৩
শেয়ার :
বাহারি রঙে বুড়িচংয়ে ছয়গ্রাম পদ্মবিল

গোলাপি, সাদা, হলুদ ও নীল রঙের সঙ্গে ফুটেছে বিরল প্রজাতির হলুদ রঙের পদ্মফুল। জলজ ফুলের রানী খ্যাত পদ্মফুল দূর থেকে মনে হয় বিস্তৃত এলাকা জুড়ে রঙের পসরা সাজিয়েছে। নীল আকাশের নিচে দিগন্তজোড়া পদ্মফুলের মেলা দেখতে প্রতিদিন দূরদূরান্ত থেকে নানা বয়সের প্রকৃতিপ্রেমী পদ্মবিলে ঘুরতে আসছেন।

প্রাণের আনন্দে উপভোগ করছেন পদ্মফুলের সৌন্দর্য। সর্বদা ভিড় লেগেই আছে পদ্ম দেখার নেশায়। সেই জলাশয়ের ধারে একবার গেলে ফিরে আসতেই মন চায় না। যতটুকু দৃষ্টি যায় শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে মন চায়। যেন চোখ ফেরানো দায়! কুমিল্লা বুড়িচং উপজেলার দক্ষিণ গ্রামের পদ্ম জলাভূমিতে যেন শোভা ছড়িয়ে আছে, মনের আনন্দে গুণগুণ করে গান গেয়ে ফুল থেকে মধু আহরণ করছে মৌমাছির দল।

১২ একর জায়গা নিয়ে বিস্তীর্ণ এই জলাশয়। দেখে মনে হয় সেখানে প্রকৃতি তার অপার সৌন্দর্য নিজ হাতে বিলিয়ে দিয়েছে।

বিলের পাশে সারি সারি নৌকা বাঁধা। দর্শনার্থীরা নৌকা ভাড়া করছেন, পরিবার-পরিজন নিয়ে পদ্মবিলে ঘুরছেন। তবে নিষেধাজ্ঞা থাকায় নৌকা দিয়ে কাছাকাছি যাওয়া যাচ্ছে না। দূর থেকেই দেখতে হচ্ছে। পদ্মফুলের পাশাপাশি রয়েছে সাদা ও নীল শাপলা। বিলের মাঝে পদ্মফুলের ওপরে উড়ছে নানাপ্রজাতির পাখি। ডাহুক, সারস, বালিহাঁস বিলে এসেছে খাবারের খোঁজে। পাখিদের কিচিরমিচির শব্দে দর্শনার্থীদের আনন্দ উল্লাস যেন আরও পূর্ণতা পেয়েছে।

বিলটি গোমতী নদীর প্লাবণ ভূমি বলে জানিয়েছেন স্থানীয়রা। বিলটি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং ইউনেসকো গবেষণা করছে। গবেষণা এবং পদ্মবিল রক্ষায় জেলা প্রশাসক নৌকা চলাচল বন্ধ রাখার মতো পদক্ষেপ নিয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের চেয়ারম্যান রাখহরি সরকার বলেন, এ নতুন প্রকৃতির পদ্মফুল নিঃসন্দেহে ভিন্নতর। এমন পদ্ম আগে কোথাও পাওয়া যায়নি। আমাদের উদ্ভিদ জীববৈচিত্র্যে এটি একটি নতুন সংযোজন। এটা কীভাবে এখানে এলো তা সত্যিই আশ্চর্যের। গবেষণার মাধ্যমে এই বিশেষ পদ্মফুলটিকে যথাযথভাবে শনাক্ত করার কাজ এগিয়ে যাচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের সঙ্গে গবেষণার কাজে আছে বেঙ্গল প্ল্যান্টস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ইসলাম বলেন, আমি প্রতিনিয়ত দক্ষিণ গ্রামের জলাশয়ে পদ্ম বিলের খবর রাখছি। এখানকার পদ্ম নিয়ে গবেষণা হচ্ছে। আমরা এর সুফল কামনা করছি। গবেষণা দলের প্রতি সর্বাত্মক সহযোগিতা রয়েছে।