ধর্ষণের শিকার মেডিকেল ছাত্রীকে নিয়ে মমতার বিস্ফোরক মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক
১২ অক্টোবর ২০২৫, ১৯:৫১
শেয়ার :
ধর্ষণের শিকার মেডিকেল ছাত্রীকে নিয়ে মমতার বিস্ফোরক মন্তব্য

আবারও পশ্চিমবঙ্গে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এবারেরও ধর্ষণের শিকারও মেডিকেল শিক্ষার্থী। ঘটনাটি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি প্রশ্ন তুলেছেন ২৩ বছর বয়সী ওই শিক্ষার্থী কীভাবে রাত সাড়ে ১২টায় হোস্টেলের বাইরে গেল। তার এমন মন্তব্যকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। 

গত শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রী তার এক বন্ধুর সঙ্গে বাইরে ছিলেন। ঠিক সেই সময় কয়েকজন পুরুষ তাদের কাছে আসে। তারা জোর করে মেয়েটিকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। ভুক্তভোগী ছাত্রী ওড়িশার জলেশ্বরের বাসিন্দা। ইতোমধ্যে এই অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার এবং এক জনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত তিন জনের নাম অপু বাউরি (২১), ফিরদোস শেখ (২৩) এবং শেখ রিয়াজুদ্দিন (৩১)। পুলিশ সূত্র জানিয়েছে, নির্যাতিতার সঙ্গে থাকা পুরুষ বন্ধুটিও তদন্তের আওতায় রয়েছে।

ধর্ষণের ঘটনাটিকে ‘মর্মান্তিক’ আখ্যা দিয়ে মমতা প্রশ্ন তোলেন, ‘সে একটি বেসরকারি মেডিকেল কলেজে পড়ত। এর দায়িত্ব কার? রাত সাড়ে ১২টায় সে কীভাবে বেরিয়ে এলো?’ তিনি বলেন, ‘বাংলার পুলিশ প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিচ্ছে। এটি একটি বনাঞ্চল। বেসরকারি মেডিকেল কলেজগুলোর উচিত তাদের শিক্ষার্থীদের এতো রাতে বাইরে আসতে না দেওয়া।’

মমতার মন্তব্যের পর বিজেপি বলেছে, মুখ্যমন্ত্রী যৌন সহিংসতার মামলায় ন্যায়বিচার নিশ্চিত করার পরিবর্তে ভুক্তভোগীকে দোষারোপ করছেন। বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া এক্স-পোস্টে বলেছেন, 'আরজি কর এবং সন্দেশখালির পরে, এখন এই ভয়াবহ মামলা এবং ন্যায়বিচারের পরিবর্তে তিনি (মমতা) ভুক্তভোগীকে দোষারোপ করছেন। যে মুখ্যমন্ত্রী মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে রাতে বাইরে বেরোতে নিষেধ করেন, তার পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই। মানুষ এখন বুঝতে পারছে যে, তারা একজন নৈরাজ্যবাদী, হৃদয়হীন মমতার ওপর আস্থা রেখেছেন। তার পদত্যাগ করা উচিত এবং আইনের অধীনে জবাবদিহি করা উচিত।'