পাকিস্তানের পাল্টা হামলায় ২০০ তালেবান নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১২ অক্টোবর ২০২৫, ১৮:৪১
শেয়ার :
পাকিস্তানের পাল্টা হামলায় ২০০ তালেবান নিহত

আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত ক্রমেই উত্তপ্ত হচ্ছে। আফগানিস্তানের হামলার পর পাকিস্তানের পাল্টা হামলায় তালেবান ও তাদের সহযোগী সংগঠনের ২০০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। আজ রোববার পাকিস্তান আইএসপিআর এর বরাতে এই তথ্য জানায় দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ।  

এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তান সেনাবাহিনী খুবই নিখুঁতভাবে হামলা চালিয়েছে এবং তালেবান শিবিরে অভিযান পরিচালনা করেছে।  সেনাবাহিনী জানায়, আফগান ভূখণ্ডের ২১টি এলাকায় অভিযান চালানো হয় এবং একাধিক ঘাঁটি নিয়ন্ত্রণ নেওয়া হয়। 

পাকিস্তান দীর্ঘদিন ধরে আফগান তালেবানদের বিরুদ্ধে অভিযোগ করে আসছে যে, তারা টিটিপি নামে পরিচিত পাকিস্তান তালেবানকে তাদের ভূমি থেকে কাজ করার এবং ইসলামাবাদ সরকারের বিরুদ্ধে লড়াই করার অনুমতি দিয়েছে। যাতে তারা কঠোর ইসলামী নেতৃত্বাধীন শাসন ব্যবস্থা কার্যকর করতে পারে। 

সম্প্রতি এই উত্তেজনা দুই দেশের সরকারি বাহিনীর মধ্যে ছড়িয়েছে। আজ রোববার আফগানিস্তানের তালেবান সরকার জানিয়েছে, রাতভর প্রতিবেশী দুই দেশের মধ্যে সংঘর্ষে তাদের বাহিনী ‘৫৮ পাকিস্তানি সেনাকে’ হত্যা করেছে।