৪ মাস পর কবর থেকে গৃহবধূর মরদেহ উত্তোলন

নিজস্ব প্রতিবেদক
১২ অক্টোবর ২০২৫, ১৬:২০
শেয়ার :
৪ মাস পর কবর থেকে গৃহবধূর মরদেহ উত্তোলন

রাজধানীর বাড্ডায় দাফনের চার মাস পর রুহামা আক্তার রিমু (২৫) নামে এক নারীর মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে পূর্ব বাড্ডার বরকতপুর কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আছিফ উদ্দীনের উপস্থিতিতে মরদেহটি উত্তোলন করা হয়।

রুহামার মা নাজমা বেগম ও স্বামী আব্দুর রহমান আলম উপস্থিত থেকে মরদেহ শনাক্ত করেন।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা জানান, মৃতার মায়ের অভিযোগের ভিত্তিতে আদালতের আদেশে মরদেহ উত্তোলন করা হয় এবং আইনানুগ প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ দুপুরে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর পুনরায় দাফনের কথা রয়েছে।

রুহামা আক্তার গাজীপুরের টঙ্গী উপজেলার দত্তপাড়া গ্রামের আবু সাঈদ ও নাজমা বেগমের মেয়ে। স্বামী আব্দুর রহমান আলম পূর্ব বাড্ডার আলিনগর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন এবং সুপারি ব্যবসা করতেন। এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন রুহামা।

আব্দুর রহমান জানান, গত ৭ জুন পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে তার স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তখন পরিবার উপস্থিত থাকায় পুলিশি ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফন করা হয়। পরে মৃতার মা আদালতে অভিযোগ করলে মরদেহ উত্তোলনের নির্দেশ দেওয়া হয়।