পরমাণু আলোচনা নিয়ে যা বলল ইরান
ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর সঙ্গে পরমাণু আলোচনা পুনরায় শুরু করার কোনো কারণ দেখতে পাচ্ছে না ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শনিবার এ কথা জানিয়েছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘আমরা সত্যিই তাদের সঙ্গে আলোচনার কোনো কারণ দেখতে পাচ্ছি না।’ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি শুক্রবার বলেছে, তারা ইরানের সঙ্গে বন্ধ হয়ে যাওয়া পরমাণু আলোচনাগুলো পুনরায় শুরু করতে চায়।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
তিনি এই দেশগুলোকে ইঙ্গিত করেই এমন মন্তব্য করেন। আরাগচি প্রশ্ন রাখেন, তারা কী করতে পারে এবং এই ধরনের আলোচনার কি ইতিবাচক ফলাফল হতে পারে?
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস