হাওর এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, বিপাকে শতশত যাত্রী
ঢাকা-ময়মনসিংহ রেলপথে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে ট্রেনের শতশত যাত্রী প্রায় তিন ঘণ্টা ধরে চরম দুর্ভোগে পড়েন। সবশেষে বিকল্প ইঞ্জিন দিয়ে ট্রেনটিকে উদ্ধার করে শ্রীপুর রেলস্টেশনে আনা হয়।
ট্রেনের যাত্রীরা জানিয়েছে, আজ সকাল আটটার দিকে মোহনগঞ্জ থেকে হাওর এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। গফরগাঁও স্টেশন অতিক্রম করার পর ট্রেনটির ইঞ্জিন দুইবার বিকল হয়। পরে কোনোভাবে চালিয়ে নেওয়ার পর সাতখামাইর স্টেশনের উত্তর পাশে আবারও ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এরপর অগ্নিবীণা এক্সপ্রেসের ইঞ্জিন এনে বিকল ট্রেনটিকে দুপুরের দিকে শ্রীপুর স্টেশনে আনা হয়।
মোহনগঞ্জ থেকে আসা যাত্রী স্বপন বলেন, ‘ট্রেনটি সকাল আটটার দিকে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসে। গফগাঁওয়ে এসে দুইবার নষ্ট হয়। কোনভাবে সাতখামাইর আসার পর তৃতীয় বারের মতো ট্রেনের ইঞ্জিন বিকল হয়। পরে ট্রেনটিকে শ্রীপুরে আনা হয়।’
ময়মনসিংহ থেকে আসা আরিফ উদ্দিন বলেন, ‘ইঞ্জিনটি পরীক্ষা নিরিক্ষা না করেই চালানো হচ্ছে। পথে ট্রেনটির ইঞ্জিন তিনবার নষ্ট হয়েছে। এভাবে ঝুঁকি নিয়ে আন্তঃনগর ট্রেনে যাত্রীরা চলাচল করে। বিষয়টি সংশ্লিষ্টরা খতিয়ে দেখবেন।’
অপর যাত্রী মো. শামীম আহমেদ বলেন, ‘পরিবার নিয়ে নিরাপদে ঢাকা যাচ্ছিলাম। পথে তিন দফা ট্রেনটির ইঞ্জিন নষ্ট হয়েছে। এখন শ্রীপুরে আটকে পড়েছি। কখন ঘরে ফিরব, বলতে পারি না।’
শ্রীপুরের স্টেশন মাস্টার শামীম উদ্দিন জানান, ট্রেনটি একটার দিকে সাতখামাইর স্টেশনের উত্তর পাশে ইঞ্জিন বিকল হয়। খবর পেয়ে অগ্নিবীনা ট্রেনের ইঞ্জিন দিয়ে ট্রেনটিকে শ্রীপুর স্টেশনে আনা হয়। অন্য ইঞ্জিন এনে ট্রেনটিকে ঢাকায় নেওয়া হবে। এতে যাত্রীদের হতাশ হবার কিছু নেই। বর্তমানে ট্রেনটি শ্রীপুর স্টেশনে আটকে আছে।