কুড়িগ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুড়িগ্রামের রাজারহাটে ৭২ ঘণ্টার ব্যবধানে পুকুরে ডুবে ২ কন্যা শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার ও আজ রোববার উপজেলার দুটি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাবান্দি সরকার পাড়া গ্রামের হাফেজ মো. জাকির ওরফে রুবেল মিয়ার মেয়ে ও তৃতীয় শ্রেণির ছাত্রী মোছা. জাকিয়া খাতুন (৯) ও সদর ইউনিয়নের বাবুর বাজার এলাকার সিরাজুল ইসলামের মেয়ে সামিয়া খাতুন (৮)।
জানা যায়, উমরমজিদ ইউনিয়নের বালাবান্দি সরকার পাড়া গ্রামে রোববার বেলা ১১টায় মাদরাসা থেকে বাড়ি ফিরে পাশের পুকুরে গোসল করতে যায় জাকিয়া খাতুন। কিন্তু বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে যায়। পরে জাকিয়াকে পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাকিয়াকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি ওই ইউনিয়নের চেয়ারম্যান আহসানুল কবির আদিল নিশ্চিত করেন।
অপরদিকে, সদর ইউনিয়নের বাবুর বাজারে গত বৃহস্পতিবার বিকেল ৪টায় বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে মারা যায় সামিয়া খাতুন। বিষয়টি রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত রায়হান কবির নিশ্চিত করেছেন।