চ্যালেঞ্জ থাকলেও নিরপেক্ষতা বজায় রাখব: নতুন জনপ্রশাসন সচিব
নির্বাচনকালীন দায়িত্ব পালন চ্যালেঞ্জের, তবে নিরপেক্ষতা বজায় রাখা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে সদ্য নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মো. এহসানুল হক। তিনি বলেছেন, ‘আমি কখনো নিরপেক্ষতা হারাইনি। নির্বাচনকে সামনে রেখে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা নিরপেক্ষভাবে পূরণ করবো।’
রবিবার দুপুর ১টার দিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করে নতুন জনপ্রশাসন সচিব এসব কথা বলেন। এ সময় মন্ত্রণালয়ে তাকে ফুল দিয়ে বরণ করে নেন কর্মকর্তারা।
সিনিয়র সচিব মো. এহসানুল হক বলেন, ‘নির্বাচন কমিশন আমাদের যেভাবে দায়িত্ব পালন করতে বলবে, সেভাবে দায়িত্ব পালন করব।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
নির্বাচনকে সামনে রেখে যে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে চ্যালেঞ্জ মনে করছেন কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নিশ্চয়ই নির্বাচন একটা চ্যালেঞ্জ। আমি আশা করি আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার আছেন, ওনারা যেভাবে বলবেন প্রশাসন সেভাবে চলবে। আমি মনে করি আমার মাঠ প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশন যেভাবে বলবে সেভাবে দায়িত্ব পালন করা হবে।’
তিনি বলেন, ‘আমার ধারণা এ চ্যালেঞ্জটা, আগেও তো নির্বাচন হয়েছে, ২০০৯ সালেও নির্বাচন হয়েছে। এর আগেও হয়েছে। আমাদের অফিসাররা তো খারাপ করেনি। আমরা যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের সুযোগ পাই অবশ্যই আমার অফিসাররা সবাই নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
প্রসঙ্গত, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রশাসন সাজাচ্ছে সরকার। সেই হিসেবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হককে চুক্তি ভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মাঠ প্রশাসনে ডিসি, ইউএনওসহ সিভিল প্রশাসনের কর্মকর্তাদের বদলি প্রদানের বিষয়টি দেখভাল করে জনপ্রশাসন মন্ত্রণালয়।