খিলগাঁওয়ে ছিনতাইকারীর গুলিতে যুবক আহত

ঢামেক প্রতিবেদক
১২ অক্টোবর ২০২৫, ১৪:০৩
শেয়ার :
খিলগাঁওয়ে ছিনতাইকারীর গুলিতে যুবক আহত

রাজধানীর খিলগাঁও বনশ্রী তিতাস রোডে ছিনতাইকারীর গুলিতে নাফিজ আজিজ সিদ্দিক (৩৩) নামের এক যুবক আহত হয়েছেন।

গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে খিলগাঁও বনশ্রী নন্দীপাড়া তিতাস রোড এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন।

আহতের বাবা আবু বক্কর সিদ্দিক বলেন, ‘নাফিজ একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে রাতে তার এক বসের আম্মা মারা যাওয়ায় বাসাবোতে গিয়েছিল। সেখান থেকে তার এক বন্ধুকে যাত্রাবাড়ীতে মোটরসাইকেলে করে নামিয়ে দিয়ে বাসায় ফিরছিল। ফেরার পথে অজ্ঞাতনামা ছিনতাইকারীরা ০৩ জন তার পথরোধ করে তার ব্যবহৃত একটি হোন্ডা হর্নেট মোটরসাইকেল, ০২ টি মোবাইল (০১৭১১০৯০৬৯৮ honor x9 c এবং ০১৫৫৯৪৬৫৬৪০ শাওমি x5 pro) এবং মানিবাগ জোরপূর্বক নিয়ে যাওয়ার সময় বাধা দিলে তাকে বাম পায়ে গুলি করে আহত করে।’

তিনি বলেন, ‘খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে বনশ্রী ফরাজী হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ভোররাত সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়।’

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘আহত যুবক বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।’

উল্লেখ্য, আহত নাফিজ বনশ্রী নন্দীপাড়া তিতাস রোড এলাকায় পরিবারের সঙ্গে থাকেন।