কর্মবিরতির ডাক /
মুখোমুখি এমপিওভুক্ত শিক্ষক-পুলিশ
সরকার ঘোষিত বাড়িভাড়া ভাতা বৃদ্ধিকে ‘অপর্যাপ্ত ও অবাস্তব’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন দেশের বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীরা। মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতার দাবিতে তারা রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘লাগাতার অবস্থান’ কর্মসূচি শুরু করেছেন।
এদিকে, সড়ক আটকে আন্দোলনের ফলে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। শেষ খবর পাওয়া পর্যন্ত- প্রেস ক্লাবের সামনে কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। সড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে।
তবে জানা গেছে, জনদুর্ভোগ এড়াতে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক থেকে সরে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে দাবি আদায়ে আগামী মঙ্গলবার থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন তারা।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এদিকে, অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে সচিবালয়ে গেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের ১৩ সদস্যদের প্রতিনিধিদল।
রবিবার সকাল সাড়ে ১০টার পর আন্দোলনরতদের প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
প্রতিনিধি দলের সদস্যরা হলেন- এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আহ্বায়ক অধ্যক্ষ মাঈন উদ্দিন, সদস্য সচিব অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজিজী, যুগ্ম সদস্য সচিব মো. রফিকুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব মো. আবু তালেব সোহাগ, যুগ্ম আহবায়ক নুরুল আমিন হেলালী, যুগ্ম সদস্য সচিব আশরাফুজ্জামান হানিফ, যুগ্ম সদস্য সচিব অধ্যক্ষ আলাউদ্দিন, যুগ্ম সদস্য সচিব তোফায়েল সরকার, যুগ্ম সদস্য সচিব শান্ত ইসলাম, যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ রাজু, যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান এবং আজিজুর রহমান আজম।
সচিবালয়ে যাওয়ার আগে জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী সাংবাদিকদের বলেন, ‘অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি জানিয়েছেন, অর্থ উপদেষ্টা মহোদয় ও সচিব স্যার আমাদের সঙ্গে কথা বলতে চান। সেজন্য আমরা সচিবালয়ে যাচ্ছি।’
তবে অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, অর্থ উপদেষ্টা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। ফলে শিক্ষকদের সঙ্গে কোন কর্মকর্তারা বসবেন, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।