এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি শুরু

অনলাইন ডেস্ক
১২ অক্টোবর ২০২৫, ১০:৫৬
শেয়ার :
এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি শুরু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

রবিবার সকাল ১০টায় মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু হয়। এতে সারাদেশ থেকে আসা বিপুলসংখ্যক শিক্ষক অংশ নেন।

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণপ্রত্যাশী জোট এ কর্মসূচির আয়োজন করে।

দেশের বিভিন্ন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা শিক্ষকরা ভোর থেকেই প্রেস ক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন। এতে পল্টন থেকে হাইকোর্টের সামনের কদম ফোয়ারা অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে শিক্ষকদের এ কর্মসূচিতে এনসিপির কয়েকজন নেতারাও অংশ নেবেন বলে জানা গেছে।