পাকিস্তান সীমান্তে উত্তেজনা /

নিহতদের রেখে পিছু হটল তালেবান

আন্তর্জাতিক ডেস্ক
১২ অক্টোবর ২০২৫, ১০:৪৩
শেয়ার :
নিহতদের রেখে পিছু হটল তালেবান

আফগান বাহিনী পাকিস্তানের একাধিক সীমান্ত এলাকায় গুলিবর্ষণের পর পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। রবিবার ভোরের হামলায় বেশ কয়েকটি আফগান পোস্ট ধ্বংস করা হয়েছে। সেই সঙ্গে ১৯টি পোস্ট দখল করেছে পাকিস্তানি বাহিনী।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, আফগান সেনা ও সন্ত্রাসীদের ওপর পাকিস্তানি বাহিনীর হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু আফগান সেনা ও সশস্ত্র জঙ্গি নিহত হয়েছেন।

সূত্র জানায়, পাকিস্তানি হামলার পর তালেবান যোদ্ধারা তাদের পোস্ট ফেলে পালিয়ে যান এবং অনেক মরদেহ ফেলে রেখে যান।

নিরাপত্তা সূত্রগুলো জানায়, আফগান বাহিনী বিনা উসকানিতে পাকিস্তানের বিভিন্ন সীমান্ত পয়েন্টে গুলিবর্ষণ শুরু করে। যার মধ্যে ছিল আঙ্গুর আড্ডা, বাজৌর ও কুররম। এছাড়া দির, চিত্রাল, বারামচা এবং অন্যান্য এলাকা থেকেও হামলার খবর পাওয়া যায়।

সূত্রের দাবি, আফগান বাহিনীর এ গুলিবর্ষণের উদ্দেশ্য ছিল ‘খারেজি’ জঙ্গিদের পাকিস্তানে প্রবেশে সহায়তা করা। তবে পাকিস্তানি সেনারা সীমান্ত পোস্ট থেকে তাৎক্ষণিক পাল্টা প্রতিক্রিয়া জানায় এবং আক্রমণকারী অবস্থানগুলোতে ব্যাপক গোলাবর্ষণ করে। এসময় দুরান মেলা ও তুর্কমানজাই ক্যাম্পসহ একাধিক আফগান পোস্ট উড়িয়ে দেওয়া হয়েছে।

এছাড়া পাকিস্তানি বাহিনী শাহিদান পোস্টেও হামলা চালায়, যাতে আফগান সেনা ও জঙ্গি উভয়েই ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। কুররম ও জানদোসার এলাকায় আরও কয়েকটি পোস্ট মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে।

পরে পাকিস্তানি হামলায় আফগান সেনাদের মধ্যে ভয় ও বিশৃঙ্খলা দেখা দেয়। তারা পাকিস্তানকে প্রতিশোধমূলক ভারী হামলা বন্ধ করার অনুরোধ জানায়।

সূত্র জানায়, পাকিস্তানি হামলার পর তালেবান যোদ্ধারা তাদের পোস্ট ফেলে পালিয়ে যান এবং অনেক মরদেহ ফেলে রেখে যান। পাল্টা হামলায় ডজনখানেক আফগান সেনা ও ‘খারেজি’ সন্ত্রাসী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

পাকিস্তানি বাহিনী আফগানিস্তানের ভেতরে দায়েশ ও ‘ফিতনা আল-খারেজি’ জঙ্গিদের আশ্রয়স্থল লক্ষ্য করে হামলা চালিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়েছে, যাতে দেখা যায় খারলাচি সেক্টরে পাকিস্তানি সেনারা অভিযান চালাচ্ছে। অন্য একটি ভিডিওতে দেখা গেছে, একজন আফগান তালেবান যোদ্ধা পাকিস্তান সেনার কাছে আত্মসমর্পণ করছে, আর বাকি তালেবানরা তাদের পোস্ট ছেড়ে পালিয়ে যাচ্ছে।

সূত্র আরও জানায়, কুররম এজেন্সিতে একটি আফগান আউটপোস্ট সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে, আরেকটি তালি এলাকায় ধ্বংস করা হয়।

অন্যদিকে, সীমান্তে সংঘাত বৃদ্ধি পাওয়ায় সৌদি আরব ও কাতার উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় দেশই পাকিস্তান ও আফগানিস্তানকে সংযম ও আলোচনার আহ্বান জানিয়েছে।