গাইবান্ধায় জাতীয় পতাকার স্ট্যান্ডে জুতা, আটক ১

অনলাইন ডেস্ক
১২ অক্টোবর ২০২৫, ০৮:২৬
শেয়ার :
গাইবান্ধায় জাতীয় পতাকার স্ট্যান্ডে জুতা, আটক ১

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়ন পরিষদের জাতীয় পতাকার স্ট্যান্ডে জুতা উত্তোলন করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।

গতকাল শনিবার রাতে সর্বানন্দ ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে আটক করার তথ্য দিয়েছেন সুন্দরগঞ্জ থানার ওসি আবদুল হাকিম আজাদ।

জানা গেছে, মারুফ হাসান মিরাজ (১৮) নামের এই তরুণ ওই ইউনিয়নের রামভদ্র গ্রামের ফুল মিয়ার ছেলে। তিনি স্থানীয় বামনডাঙ্গা আব্দুল হক কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

১৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, জাতীয় পতাকা উত্তোলনের স্ট্যান্ডের রশিতে জুতা বেঁধে একজন তা উত্তোলন করছেন। জাতীয় সংগীত বাজছে। পাশে আরও কয়েকজন যুবক দাঁড়িয়ে আছেন।

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, ‘ওই ভিডিও দেখে মিরাজকে শনাক্ত করার পর শনিবার রাতে তাকে আটক করা হয়েছে।’

তিনি বলেন, ‘আটক মিরাজের ভাষ্য, প্রায় ৫ থেকে ৬ মাস আগে এই ভিডিওটি তিনি করেছিলেন। তবে, কেন এবং কী উদ্দেশ্যে এমন কাজ করেছিলেন, জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেন নাই। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এদিকে এ বিষয়ে জানতে সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।