মিশরে হচ্ছে গাজা শীর্ষ সম্মেলন, থাকবেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি আগামীকাল সোমবার শারম এল-শেখে এক আন্তর্জাতিক সম্মেলনে মিলিত হচ্ছেন। যেখানে ট্রাম্পের প্রস্তাবিত ইসরায়েল-গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।
শনিবার মিসরের প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, এই বৈঠকে ২০টিরও বেশি দেশের নেতারা অংশ নেবেন।
বিবৃতিতে বলা হয়, সম্মেলনের উদ্দেশ্য হলো গাজা উপত্যকায় যুদ্ধের অবসান ঘটানো, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টা জোরদার করা এবং আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতার নতুন যুগের সূচনা করা।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মার, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং স্পেনের পেদ্রো সানচেজ ইতোমধ্যেই উপস্থিত থাকার ঘোষণা দিয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও অংশগ্রহণ নিশ্চিত করেছেন।
তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের কোনো প্রতিনিধি উপস্থিত থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
ঘোষণাটি এমন এক সময়ে এসেছে, যখন গাজার উপকূলীয় অঞ্চল ধরে হাজার হাজার ফিলিস্তিনি পায়ে হেঁটে, গাড়ি ও গরুর গাড়িতে করে উত্তরের দিকে নিজেদের ধ্বংসপ্রাপ্ত ও পরিত্যক্ত বাড়িতে ফিরে যাচ্ছেন। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকায় তারা ঘরে ফেরার সুযোগ পাচ্ছেন।
এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে ইসরায়েলি সেনারা আংশিকভাবে পিছু হটেছে। ইসরায়েলের এই যুদ্ধ ইতোমধ্যে ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনির প্রাণ কেড়েছে এবং দুর্ভিক্ষকবলিত গাজা উপত্যকার বেশিরভাগ অঞ্চলকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
গাজা সিটি থেকে আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানান, এই যুদ্ধবিরতি সহিংসতার একটি ধরণ বন্ধ করেছে, তবে সংগ্রাম এখনো শেষ হয়নি।