চট্টগ্রামে কনসার্টে স্লোগানের জেরে সংঘর্ষ, গোলাগুলি

চট্টগ্রাম ব্যুরো
১২ অক্টোবর ২০২৫, ০০:৫২
শেয়ার :
চট্টগ্রামে কনসার্টে স্লোগানের জেরে সংঘর্ষ, গোলাগুলি

বন্দরনগরী চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মো. শরীফ (২৩) নামের এক তরুণ গুলিবিদ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শনিবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। তবে শরীফ কার গুলিতে আহত হয়েছেন এবং গোলাগুলির সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।

 এ ঘটনার পর পরই ২৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, একটি পক্ষ কনভেনশন সেন্টারের মূল ফটক ভাঙচুর করার চেষ্টা করে। এ সময় ভেতরে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়েন।

একটি মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান জিইসি কনভেনশন সেন্টারে এ কনসার্টের আয়োজন করে। এতে ব্যান্ড দল আর্টসেল গান পরিবেশন করতে আসে। সবার জন্য উন্মুক্ত কনসার্ট সন্ধ্যায় শুরু হয়। কনসার্টের মাঝেই কয়েকজন ‘জয়বাংলা’ ও ‍‘শেখ হাসিনা’ বলে স্লোগান দেয়। এতে হট্টগোল তৈরি হয় এবং কনসার্ট পণ্ড হয়ে যায়। কনভেনশন সেন্টারও ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি করলে অন্তত দুজন গুলিবিদ্ধ হয়। তারা ছাত্রদলের কর্মী বলে জানা গেছে। এছাড়াও আহত হয়েছে কয়েকজন।

বর্তমানে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

গুলিবিদ্ধদের দেখতে চমেক হাসপাতালে যাওয়া চট্টগ্রাম নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম বলেন, কনসার্ট চলাকালে কনভেনশন সেন্টারের ভেতরে আওয়ামী লীগের স্লোগান দিয়েছে একটি পক্ষ। পরে এটি নিয়ে ভেতরে গণ্ডগোল হয়েছে। কয়েকজন আহত হওয়ার খবর পেয়ে তাঁদের দেখতে হাসপাতালে এসেছেন।

ঘটনা সম্পর্কে নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর জামান বলেন, কনসার্টে স্লোগান দেওয়া নিয়ে সংঘর্ষের এ ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তিনি জানান, জিইসি কনভেনশন সেন্টারে একটি মোটরসাইকেল প্রতিষ্ঠানের প্রদর্শনীর অনুমতি দেওয়া হয়েছিল। কোনো কনসার্টের অনুমতি ছিল না। প্রদর্শনী শেষে কনসার্ট আয়োজনের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের খুলশী থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।