ফেরদৌস আরার জন্মদিন আজ
নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরার জন্মদিন আজ। নজরুলসংগীত শিল্পী হিসেবে পরচিতি পেলেও সব ধরনের গান করেন ফেরদৌস আরা। নজরুল এবং উচ্চাঙ্গসংগীত চর্চার জন্য তিনি ২০০০ সালে মোহাম্মদপুরের গড়ে তোলেন সংগীত প্রতিষ্ঠান সুরসপ্তক। সংগীতে অবদানের জন্য পেয়েছেন একুশে পদক। এ ছাড়াও বেরসরকারি উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে রয়েছে নিউহ্যাম ওয়েলফেয়ার ট্রাস্ট অ্যাওয়ার্ড, সানরাইজ রেডিও অ্যাওয়ার্ড, জয়নুল আবেদিন পদক, নজরুল পুরস্কারসহ নানা সম্মাননা। জন্মদিন উপলক্ষে আজ সকালে চ্যানেল আইয়ের গান দিয়ে শুরু অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন তার শিক্ষার্থীরা। এ ছাড়া দুপুরে তারকা কথন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এই শিল্পী।