এবার নাম লেখালেন ঐশী

শাকিব খানের সোলজার

বিনোদন ডেস্ক
১২ অক্টোবর ২০২৫, ০০:০০
শেয়ার :
এবার নাম লেখালেন ঐশী

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ চ্যাম্পিয়ন জান্নাতুল ফেরদৌস ঐশীর প্রথম সিনেমা ‘মিশন এক্সট্রিম’ মুক্তি পায় ২০২১ সালে। এরপর একে একে কাজ করেছেন ‘রাত জাগা ফুল’, ‘ব্ল্যাক ওয়ার : মিশন এক্সট্রিম ২’, এবং ‘আদম’ সিনেমায়। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘নূর’। এবার ঐশীকে দেখা যাবে সোলজার-এ শাকিব খানের বিপরীতে। দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে নির্মাতা সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা।

এই সিনেমা দিয়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশারও অভিষেক হয়েছে। সিনেমায় শাকিব খানের সঙ্গে পর্দা ভাগাভাগি করবেন এবার ঐশী।

৫ অক্টোবর থেকে ঢাকায় শুরু হয়েছে সোলজার সিনেমার কাজ। শুটিং সেট থেকে তানজিন তিশা ও ঐশীর অভিনয়ের বিষয়টি জানান নির্মাতা। সাকিব ফাহাদ বলেন, ‘সিনেমার গল্প অনুযায়ী অভিনয়শিল্পীদের নেওয়া হয়েছে। শাকিব খানের সঙ্গে এই সিনেমায় দেখা যাবে তানজিন তিশাকে। এটি তার প্রথম সিনেমা। এ নিয়ে আমরা খুব এক্সাইটেড। সারাদেশের মানুষ তানজিন তিশাকে দেখতে চায় বড় পর্দায়। থাকছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। আশা করি দর্শকরা নিরাশ হবেন না।’

নির্মাতা সাকিব ফাহাদ জানিয়েছেন, শিগগিরই প্রকাশ করা হবে সোলজার সিনেমায় তিশা ও ঐশীর ফার্স্ট লুক।

সোলজার প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ প্রমুখ। সব ঠিক থাকলে চলতি বছরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এদিকে ঐশীকে সর্বশেষ দেখা গেছে আবু তাওহীদ হিরণের ‘আদম’ সিনেমায়। ২০২৩ সালে মুক্তি পাওয়া এ সিনেমায় ঐশীর বিপরীতে ছিলেন ইয়াশ রোহান।