কুমিল্লাকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান, নোয়াখালীর বাস আটকে দিল বিক্ষুব্ধ জনতা
বিভাগ দাবিতে বিক্ষোভ শেষে ঢাকা থেকে ফেরার পথে কুমিল্লাকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ায় নোয়াখালীর একটি যাত্রীবাহী বাস আটক করেছে বিক্ষুব্ধ স্থানীয়রা। আজ শনিবার সন্ধ্যায় কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, নোয়াখালী থেকে আসা আন্দোলনকারীরা ঢাকায় মানববন্ধন শেষে ফেরার পথে “লাল সবুজ পরিবহন” নামের একটি বাসে ছিলেন। সন্ধ্যায় কুমিল্লা অংশে পৌঁছালে তারা জানালা খুলে কুমিল্লাকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ স্লোগান দেন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা বাসটি পদুয়ারবাজার ফুটওভার ব্রিজের নিচে আটকে দেন।
খবর পেয়ে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম ও দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুস্তাইন বিল্লাহ ফেরদৌস ঘটনাস্থলে যান। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় বাসে থাকা ব্যক্তিরা দুঃখ প্রকাশ ও ক্ষমা চাইলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে পুলিশ বাসটি ছেড়ে দেয়।
এএসপি মুস্তাইন বিল্লাহ ফেরদৌস বলেন, ‘বাসে থাকা কিছু লোক জানালা দিয়ে মাথা বের করে কুরুচিপূর্ণ স্লোগান দিলে স্থানীয়রা ক্ষুব্ধ হন। পরে দুঃখ প্রকাশ করায় বাসটি ছেড়ে দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।’
লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদেল আকবর জানান, ঘটনাটির কারণে প্রায় ২০ মিনিট কুমিল্লা–নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে উভয় পক্ষের ভুল বোঝাবুঝি মিটে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।