চিপস কিনতে গিয়ে প্রাণ গেল শিশুর
চাঁদপুরের কচুয়ায় ট্রলির চাপায় চৈতি রানী দাস (৭) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে সাচার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চৈতি সাচার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী এবং সাচার ইউনিয়নের নয়ন চন্দ্র দাসের মেয়ে।
স্থানীয়রা জানান, স্কুল শেষে বাড়ির কাছের একটি দোকান থেকে চিপস কিনতে যায় চৈতি। সে সময় দ্রুতগতির একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রলি চালক ইসমাইল পালিয়ে যায়।
চৈতির পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতোই সে চিপস কিনতে গিয়েছিল—কিন্তু মুহূর্তেই সব শেষ হয়ে যায়। তার মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, খবর পেয়ে সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থলে যান। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না পাওয়ায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।