‘ওরা আমার গরু ছাগল খাইছে এখন পোলাডারে খাইল’

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৫, ২০:০০
শেয়ার :
‘ওরা আমার গরু ছাগল খাইছে এখন পোলাডারে খাইল’

গাজীপুরের শ্রীপুরে গজারী বন থেকে নিখোঁজের নয় ঘণ্টা পর স্কুলছাত্র হুজাইফার (৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার গোসিংগা ইউনিয়নের চাওবন গ্রামের গজারী বন থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

হুজাইফা চাওবন গ্রামের মধ্যপাড়ার মো. হারুনুর রশিদের ছেলে। সে চাওবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

জানা যায়, শনিবার সকাল নয়টার দিকে হুজাইফা বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। স্বজনরা দিনভর খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পায়নি। পরে বিকেলে গ্রামের গভীর গজারী বনের ভেতর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন তারা। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে।

নিহতের বাবা বলেন, ‘ওরা আমার ছয়টা গরু খাইছে, চারটা ছাগল খাইছে। কোনো জায়গায় বিচার পাইনি। এখন আমার বাচ্চাটারে কাইড়া নিছে। আমারে কাইরা নিত। আমি কই গেলে বিচার পামু।’

নিহতের বড় ভাই সানি বলেন, ‘আমার ভাই সকালে বাড়ি থেকে বের হয়েছে। কিছু সময় পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমরা সারাদিন খুঁজেছি। পরে বিকেলে বনের ভেতর ভাইকে পড়ে থাকতে দেখি। কাছে গিয়ে দেখি আমার ভাই কথা বলে না।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের ভিত্তিতে মৃত্যুর কারণ জানা যাবে।