নৌকা থেকে চামটি নদীতে পড়ে শিশু নিখোঁজ

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৫, ১৯:৪০
শেয়ার :
নৌকা থেকে চামটি নদীতে পড়ে শিশু নিখোঁজ

সুনামগঞ্জের দিরাইয়ে নৌকা থেকে পড়ে দেড় বছরের এক শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দিরাই পৌরসভার মধ্য বাজার ব্রিজের নৌকাঘাট এলাকায় চামটি নদীতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান চালিয়েছে।

নিখোঁজ শিশুটি শাল্লা উপজেলার সীমের কান্দা গ্রামের রকিবুল ইসলামের কন্যা সন্তান।

জানা গেছে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল নৌকা ঘাটে। বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে শিশুর মা সিলেট থেকে দিরাইয়ে এসে শাল্লাগামী নৌকায় উঠছিলেন। উঠেই নৌকায় শিশুকে কলা খেতে দিয়েছিলেন। কলা হাতে নিয়ে নৌকার ভেতর শিশুটি হাঁটাহাঁটি করছিল। পরে শিশুটির মা ব্যাগ থেকে পাউয়ারুটি খুঁজতে গেলে জানালা দিয়ে শিশুটি পানিতে পড়ে যায়।

স্রোত থাকায় তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধারে কেউ এগিয়ে আসেনি। শিশুটিকে হারিয়ে মা মাশেদা বেগম নৌকাঘাটে আহাজারী করছেন। বাজারের শত শত মানুষ ও প্রশাসনের লোকজন এসে মাকে শান্তনা দেওয়ার চেষ্টা করছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে খোঁজাখুঁজি শুরু করে। এ সময় ফায়ার সার্ভিসের লোকজন জানান, চামটি নদীতে স্রোত থাকায় শিশুর অবস্থান ঠিক করা কঠিন হয়ে পড়ছে বলে উদ্ধার অভিযান বিলম্বিত হচ্ছে।

এ ব্যাপারে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, শিশুটির মায়ের অসতর্কতার কারণে এ ঘটনা ঘটেছে। উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি টিম কয়েক ঘণ্টাযাবৎ কাজ করছে বলেও তিনি জানান।

বিকেল ৪টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটির সন্ধান পাওয়া যায়নি।