ঢামেকে সাজাপ্রাপ্ত বন্দীর মৃত্যু
ঢাকা মেডেকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কারারক্ষীদের হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মিয়াজ উদ্দিন (৬০) নামে সাজাপ্রাপ্ত এক কারাবন্দীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গতকাল শুক্রবার রাত ৯টার দিকে তাকে অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন কারারক্ষীরা।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তাৎক্ষণিকভাবে ঢামেক হাসপাতালে ডিউটিরত কারারক্ষীরা তার বিস্তারিত পরিচয় জানাতে পারেননি। তবে জানা গেছে, তিনি সাজাপ্রাপ্ত বন্দী ছিলেন। তার বন্দী নম্বর- ৯৯৭৪/এ।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।